Durga Puja 2025: পটাশপুরে পুজোর থিমে তিরুপতি বালাজি মন্দির! উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

Last Updated:

মিনি সাউথ ইন্ডিয়া ট্যুর! তিরুপতি দর্শনের স্বপ্ন এবার পূরণ হবে জেলায়।

+
তিরুপতি

তিরুপতি বালাজি মন্দিরের আদলে মণ্ডপ

পটাশপুর, পূর্ব মেদিনীপুর, মদন মাইতি: পটাশপুরে তিরুপতি বালাজি মন্দির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুর জেলায় পটাশপুর দু’নম্বর ব্লকের টিকরাপাড়া রেনবো অ্যাথলেটিক্স ক্লাবের পুজোয় এবারের থিম দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী তিরুপতি বালাজি মন্দির। এই মন্দিরের আদলেই তাদের মণ্ডপ তৈরি হয়েছে।
রবিবার মহালয়ার পূর্ণলগ্নে ভার্চুয়ালি মণ্ডপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনের মুহূর্তে গোটা এলাকা ভরে ওঠে উৎসবের আবহে। টিকরাপাড়া রেনবো অ্যাথলেটিক্স ক্লাবের পুজো এবছর ২৩ তম বর্ষে পদার্পণ করল। তাদের এ বছরের বাজেট রয়েছে ৪০ লক্ষ টাকা। দক্ষিণ ভারতের তিরুপতি বালাজি মন্দিরের আদলে তাদের থিম তৈরি হয়েছে সম্পূর্ণ ফাইবার দিয়ে।
advertisement
advertisement
শুধু মণ্ডপ নয়, এর সঙ্গে রয়েছে মানানসই অনন্য সুন্দরী প্রতিমা, যার কারুকাজে ফুটে উঠেছে শিল্পীর মনের নিবিড়স্পর্শ। প্রতিমা ও মণ্ডপের মিলনে এক অপূর্ব দৃশ্যের জন্ম হয়েছে, যা ইতিমধ্যেই দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। যাঁরা এবার পুজোয় দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী মন্দির দর্শনে যাওয়ার স্বপ্ন দেখছেন, তাঁদের কাছে এক অনন্য সুযোগ এনে দিল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর।
advertisement
তিরুপতি বালাজি মন্দিরই যেন স্বরূপে ধরা দিয়েছে পটাশপুরের টিকরাপাড়া রেনবো অ্যাথলেটিক্স ক্লাবের পুজো মণ্ডপে। অন্ধ্রপ্রদেশের প্রসিদ্ধ তিরুপতি বালাজি মন্দিরের অনুকরণে গড়ে উঠেছে মণ্ডপের প্রতিটি প্রান্ত, যার কারুকার্যে রয়েছে দক্ষিণ ভারতের স্থাপত্য ঐতিহ্যের নিখুঁত ছাপ।
advertisement
গত কয়েক বছরে রেনবো অ্যাথলেটিক্স ক্লাব জেলার সংস্কৃতিমঞ্চে নিজের স্থান শক্ত করেছে। বারবার তারা পেয়েছে জেলার সেরা প্রতিমা, সেরা থিম ও সেরা ভাবনার পুরস্কার। স্থানীয় মানুষ থেকে শুরু করে জেলার সংস্কৃতি মহলের অনেকেই বলছেন, এ ক্লাব প্রতি বছরই অভিনব কিছু করার চেষ্টা করে এবং সেই কারণে দর্শনার্থীদের আগ্রহও ক্রমশ বাড়ছে।
advertisement
সাবেকি বাঙালিয়ানার সঙ্গে দক্ষিণের ধর্মীয় আবহের এক অদ্ভুত মিলন ঘটছে এবারের এই দুর্গাপুজোয়। ২৩ তম বর্ষে পা দেওয়া এই ক্লাবের পুজো যেন হয়ে উঠবে এক ‘মিনিসাউথ ইন্ডিয়া ট্যুর’। এই ভাবনা শুধু থিম নয়— এটা যেন এক ভ্রমণ, যাত্রা। পুজো মণ্ডপে পা দিলেই দর্শনার্থীরা অনুভব করবেন, তাঁরা যেন পৌঁছে গিয়েছেন অন্ধ্রপ্রদেশের পাহাড়ের চূড়ায় অবস্থিত তিরুপতির পবিত্র মন্দিরে।
advertisement
এই অভিনব ভাবনার পেছনে যিনি মূল উদ্যোক্তা স্বপন মাইতি। তিনি বলেন, “প্রতিবছর আমরা দর্শনার্থীদের জন্য ভিন্ন কিছু ভাবি। এবছর ভাবলাম, যাঁরা দক্ষিণ ভারতে গিয়ে তিরুপতি দর্শনের কথা ভাবছেন, তাঁদের স্বপ্নটা যেন বাস্তবে আমাদের মণ্ডপেই পূরণ হয়।” তাঁর কথাতেই স্পষ্ট, এ উদ্যোগ কেবল একটি থিম নয়, বরং এক আধ্যাত্মিক ও সাংস্কৃতিক অভিজ্ঞতা।
advertisement
এই দুর্গোৎসব শুধুই একটি পুজো নয়— এটি যেন এক অভিনব অভিজ্ঞতার যাত্রা। যাঁরা শারদীয়ার ছুটিতে পরিবার নিয়ে ভিন্ন কিছু দেখতে চান, তাঁদের জন্য এবার পটাশপুরের রেনবো অ্যাথলেটিক্স ক্লাবই হয়ে উঠতে চলেছে সেরা গন্তব্য। দক্ষিণ ভারতের তিরুপতির মত পবিত্র স্থানকে অনুভব করতে আর হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে হবে না, সেই অনুভব এবার ধরা দিয়েছে পটাশপুরের টিকরাপাড়ার এই ক্লাবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: পটাশপুরে পুজোর থিমে তিরুপতি বালাজি মন্দির! উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement