Pakistan Blast: নিজের দেশেই বিমান হামলা পাকিস্তানের! ফেলল ৮ বোমা, মৃত কমপক্ষে ৩০! এই হামলার পিছনে পাকিস্তানের উদ্দেশ্য কী জানেন? তোলপাড় বিশ্ব
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Pakistan Blast: রবিবার ভোরে খাইবার পাখতুনখোয়ার তিরাহ ভ্যালির মাত্রে দারা গ্রামে বিমান হামলা চালায় পাকিস্তান এয়ার ফোর্স (PAF)। এমনটাই দাবি প্রত্যক্ষদর্শীদের।
পাকিস্তানের খাইবার পাখতুন এলাকার একটি গ্রামে বিমান হামলা। রবিবার ভোরে খাইবার পাখতুনখোয়ার তিরাহ ভ্যালির মাত্রে দারা গ্রামে বিমান হামলা চালায় পাকিস্তান এয়ার ফোর্স (PAF)। এমনটাই দাবি প্রত‍্যক্ষদর্শীদের। হামলায় নিহত কমপক্ষে ৩০ জন বেসামরিক নাগরিক। নিহতদের মধ‍্যে মহিলা এবং শিশুও রয়েছে বলেই জানা গিয়েছে।
advertisement
advertisement
advertisement
চিনের JF-১৭ থান্ডার জেট ব্যবহার করে রাত ২ টার দিকে অভিযানটি চালানো হয়েছিল। কমপক্ষে আটটি LS-৬ প্রিসিশন গ্লাইড বোমা ফেলা হয়। সাধারণ নাগরিকদের বসতিতে হামলা চালানো হয়। জঙ্গি হামলার উদ্দ‍্যেশ‍্যেই নাকি হামলা, যদিও এখনও পর্যন্ত কোনও দাগী জঙ্গির মৃত‍্যুর বা হতাহতের খবর পাওয়া যায়নি।
advertisement
advertisement
মহিলা, শিশু-সহ কমপক্ষে ৩০ জনের মৃত‍্যুর পাশাপাশি ধ্বংস হয়েছে প্রচুর বাড়ি, দোকানপাট। মৃত গবাদি পশু। সংবাদমাধ‍্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গোয়েন্দারা জানাচ্ছেন এ হামলা ‘ইচ্ছাকৃত’ এবং পরিকল্পনা করেই করা হয়েছে। LS-৬ প্রিসিশন গ্লাইড বোমার মোতায়েন উদ্দ‍্যেশ‍্য প্রণোদিত হামলার বড় প্রমাণ।
advertisement
ঘটনায় তীব্র অসন্তোষ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ‍্যে। ‘জঙ্গি অপসারণের নামে সাধারণ নাগরিকদের উপর অমানবিক হামলা চালিয়েছে পাক সেনা’, জানা গিয়েছে গোয়েন্দা সূত্রে। এলাকার জনজাতির প্রতি পাক সেনার অত‍্যাচার নিয়েও উঠেছে প্রশ্ন। প্রাক্তন ফেডারেলি অ্যাডমিনিস্টারড ট্রাইবাল এরিয়াস (FATA) তে ‘সেনাবাহিনীর (পাক সেনা) নৃশংসতার’ প্রকাশ বলেই মত গোয়েন্দাদে।
advertisement