পঞ্চকোট রাজবংশে শুরু হল দুর্গাপুজো ! রাজ রাজেশ্বরীর পুজোয় মাতলেন রাজ পরিবারের সদস্যরা
- Reported by:Shantonu Das
- hyperlocal
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Purulia News: প্রায় ২০০০ বছরেরও প্রাচীন পঞ্চকোট রাজবংশের দুর্গা পুজো শুরু হয়ে গেল সোমবার থেকেই। রাজবংশের প্রথা মেনে পুরুলিয়া জেলার কাশীপুরের দেবীর বাড়িতে শুরু হল এই ঐতিহ্যবাহী পুজো।
পুরুলিয়া, শান্তনু দাস: প্রায় ২০০০ বছরেরও প্রাচীন পঞ্চকোট রাজবংশের দুর্গা পুজো শুরু হয়ে গেল সোমবার থেকেই। রাজবংশের প্রথা মেনে পুরুলিয়া জেলার কাশীপুরের দেবী বাড়িতে শুরু হল এই ঐতিহ্যবাহী দুর্গা পুজোর। এখানে দেবী পূজিতা হন রাজরাজেশ্বরী রূপে অষ্টধাতুর মূর্তিতে এক বিশেষ মাহাত্ম্য নিয়ে।
কথিত আছে, রামচন্দ্র লঙ্কাযাত্রার পূর্বে রাবণ বধের উদ্দেশ্যে যে ষোড়শ দিনব্যাপী দেবীর আরাধনা করেছিলেন, সেই রীতি মেনেই কাশীপুরের দেবীবাড়িতে ১৬ দিন ধরে চলে দুর্গাপুজো। এই কারণে এই পুজো ‘ষোড়শ কল্পের পুজো’ নামেও পরিচিত। ষোড়শ দিন ধরে ষোড়শ রূপে দেবী রাজরাজেশ্বরীকে আরাধনা করা হয় এই পুজোয়।
advertisement
advertisement
যুগের পরিবর্তনে উৎসবের জাঁকজমক কিছুটা ম্লান হলেও, রাজবাড়ির সাবেকিয়ানা ও ঐতিহ্যের দীপ্তি আজও অটুট। রাজপরিবারের সদস্যদের উপস্থিতিতে এদিন অনুষ্ঠিত হল দেবীর ‘বোধন’। অষ্টধাতুর মূর্তির সামনে ঘট স্থাপন করে, মন্ত্রোচ্চারণ ও প্রাচীন আচার-অনুষ্ঠানের মাধ্যমে দেবীকে আহ্বান জানানো হল।
advertisement
এই পুজো শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এই পুজো একটি ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির সাক্ষাৎ মেলবন্ধন। কালের প্রবাহে বহু কিছু বদলালেও, পঞ্চকোট রাজবংশের এই দুর্গাপুজো আজও তার রাজকীয় গাম্ভীর্য ও শ্রদ্ধা নিয়ে পালন হয়ে চলেছে।
রাজ পরিবারের সদস্য ভগবতী প্রসাদ সিং দেও বলেন, ‘‘প্রায় দুই হাজার বছরের প্রাচীন পঞ্চকোট রাজবংশের দুর্গাপুজো আজ আর আগের মত জাঁকজমকপূর্ণ না হলেও এখনও বজায় রেখেছে তার রাজকীয় গাম্ভীর্য ও গৌরবময় ঐতিহ্য।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya,West Bengal
First Published :
Sep 16, 2025 2:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পঞ্চকোট রাজবংশে শুরু হল দুর্গাপুজো ! রাজ রাজেশ্বরীর পুজোয় মাতলেন রাজ পরিবারের সদস্যরা







