Hooghly News: হুগলির প্রাচীনতম শ্রীরামপুরের বুড়ি দুর্গা, ৪১৮ বছর ধরে পুজো হচ্ছে একই কাঠামোয়

Last Updated:

Durga Puja 2023 418 year old Buri Durga Puja of Srirampur: হুগলির শ্রীরামপুরের অতি প্রাচীন দুর্গা পুজোগুলির মধ্যে অন্যতম হল বুড়ি দুর্গা পুজাো। এই বছর ৪১৮ বছরে পদার্পণ করছে এই বাড়ির দুর্গা পুজো।

+
শ্রীরামপুরের

শ্রীরামপুরের বুড়ি দুর্গা

হুগলি: হুগলির শ্রীরামপুরের অতি প্রাচীন দুর্গা পুজোগুলির মধ্যে অন্যতম হল বুড়ি দুর্গা পুজাো। এই বছর ৪১৮ বছরে পদার্পণ করছে এই বাড়ির দুর্গা পুজো। ঋক বেদের দেবী পুরাণ মতে পুজো হয়। মহালয়ার পরের দিন থেকেই এই পুজ শুরু হয়ে যায়। এখানে ঠাকুর হয় খোপ বাংলা চালায়। ঠাকুরের গায়ে থাকে ডাকের সাজ। এই পুজোর রীতিনীতি আজও একই রকম ভাবে মেনে আসা হচ্ছে।
এখানে দেবী দুর্গা পূজিত হন বাড়ির মেয়ে রুপে। বাড়ির পাশেই গঙ্গা থাকার পরেও নব পত্রিকা স্নান হয় ঠাকুরদালানেই। অষ্টমীর দিন সন্ধি পুজোর সময় গোটা পরিবেশ প্রদীপের আলো ও পুজোর আচারে একেবারে এক আলোকময় চিত্র তৈরি করে। নবমীর দিন হয় কুমারী পুজো, সঙ্গে রয়েছে ধুনা পড়ানোর রীতি। ঠাকুরের ভোগের রয়েছে বিশেষ বিশেষত্ব।
advertisement
সপ্তমীর দিন ঠাকুরকে দেওয়া হয় সাত পদ, অষ্টমীর দিন আট পদ ও নবমীর দিন নয় পদের ভোগ নিবেদন করা হয়। দশমীর দিন পান্তা ভাত, চালতা দিয়ে মোটর ডাল ও কচু শাক দিয়ে ভোগ দিয়ে ঠাকুরকে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয়।
advertisement
advertisement
একসময় এই বাড়ির পুজোয় ঠাকুরদালানে গান গেয়ে গিয়েছিলেন অ্যান্টনি কবিয়াল। আগে পুজোতে কবি গানের আসর বসতো রাত জুড়ে। তবে বর্তমানে কবি গানের আসর না বসলেও পূজোর চারটে দিন নাচ-গান হই হুল্লোড়ে মেতে থাকে গোটা পরিবার।
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: হুগলির প্রাচীনতম শ্রীরামপুরের বুড়ি দুর্গা, ৪১৮ বছর ধরে পুজো হচ্ছে একই কাঠামোয়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement