কথা রাখলেন শুভেন্দু, দুঃখ ঘুচল দুখু’র! তাঁর নামেই লাগাবেন ১০০ গাছ, কি হল জানেন?

Last Updated:

কথামত দুই লক্ষ টাকা ‌দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই টাকায় হয়েছে বাড়ির ভীত পুজো

+
দুখু

দুখু মাঝির বাড়ির ভীত পুজো।

সিন্দ্রী, পুরুলিয়া ,শর্মিষ্ঠা ব্যানার্জি : অবশেষে স্বপ্ন পূরণ হতে চলেছে পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের সিন্দ্রী গ্রামের বাসিন্দা দুখু মাঝির। ৮০ বছরের এই বৃদ্ধ প্রতিদিন গাছ লাগান পুরুলিয়ার বিভিন্ন জায়গাতে। নিয়মিত গাছ লাগানো ও তার পরিচর্যা করা গাছ দাদুর নিত্যদিনের অভ্যাস। ১৫ বছর বয়স থেকে তিনি এই কাজ করে চলেছেন। এর জন্য তিনি পেয়েছেন রাষ্ট্রপ্রতি পুরস্কার। পুরুলিয়ার গর্ব গাছ দাদু দীর্ঘদিন যাবত ভাঙা-চোরা বাড়িতে বসবাস করেন। আবাস যোজনার বাড়ি পেলেও সেই বাড়িতে থাকেন তার বড়ছেলে বৌমা ও চার নাতি-নাতনি। কিন্তু দুখু মাঝি নিজে থাকেন ভাঙাচোরা মাটির বাড়িতে। ‌
অবশেষে গাছ দাদুর পাশে দাঁড়ালেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী। ‌তিনি কথা দিয়েছিলেন দুখু মাঝিকে সহায়তা করবেন। আর সেই কথামত দুই লক্ষ টাকা ‌দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই টাকায় বাড়ির ভীত পুজো করে একশ চারা গাছ রোপনের শপথ নিলেন গাছ দাদু। আগামী দিনে পুরোপুরি পাকা বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী।
advertisement
advertisement
এ বিষয়ে দুখু মাঝি বলেন , শুভেন্দু বাবু কথা দিয়েছিলেন আমার পাশে দাঁড়াবেন। সেই কথা তিনি রেখেছেন। আর্থিকভাবে তিনি আমায় সহায়তা করেছেন। আমি চাই আমার বাড়ি তৈরি হলে সে বাড়িতে যেন শুভেন্দু বাবু পায়ের ধুলো দেন। শুভেন্দু বাবুর নামে আমি ১০০ টি চারাগাছ বিভিন্ন জায়গায় রোপন করব।
advertisement
আরও পড়ুন : ক্যারাটের ক্যারিশ্মায় বিশ্বমঞ্চে তাক লাগিয়ে দেওয়ার জেদ! স্বপ্নপূরণের মহড়া চলছে পুরুলিয়ায়
এ বিষয়ে  শুভেন্দু অধিকারীর প্রতিনিধি গৌতম রায় বলেন , রাজ্যের বিরোধী দলনেতা কথা দিয়েছিলেন দুখু মাঝির পাশে দাঁড়াবেন। ‌ সেই কথা তিনি রেখেছেন। ‌ তিনি সমস্ত দিক থেকেই সহযোগিতা করেছেন দুখু মাঝিকে। ‌ এতে দুখু মাঝি অনেকটাই উপকৃত হয়েছেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উল্লেখ্য, ছেলেবেলায় গাছ দাদু উপলব্ধি করেছিলেন গাছের উপকারিতা কথা। আর তাই প্রতিনিয়ত তিনি মাঠে, ঘাটে, শ্মশানে সর্বত্র গাছ লাগাতে শুরু করেন। এই বয়সেও তিনি প্রতিদিন গাছ লাগান এবং সেই গাছের পরিচর্যা করেন। আর তার এই কর্মকাণ্ডের জন্য সর্বোচ্চ সম্মানিত হয়েছেন তিনি। ‌
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কথা রাখলেন শুভেন্দু, দুঃখ ঘুচল দুখু’র! তাঁর নামেই লাগাবেন ১০০ গাছ, কি হল জানেন?
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement