Durgapur Barrage: ভয়াল রূপ নিয়েছে দামোদর! জলাধারগুলিতে জলের গতি দেখে আতঙ্কে স্থানীয়রা

Last Updated:

Due to heavy rainfall and water discharge from maithon panchet dam locals are in fear of extreme water flow on Damodar: নদীতে জলের তীব্র গতি দেখে ভয় পাচ্ছেন মানুষ। ব্যারেজগুলির কাছে জল ছাড়ার শব্দে কান পাতা দায়। তীরবর্তী এলাকার মানুষ শুধু প্রার্থনা করছেন।

+
বৃহস্পতিবার

বৃহস্পতিবার জল ছাড়ার দৃশ্য।

দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: একটা সময় দামোদর নদকে বলা হত বাংলার দুঃখ। বারবার বাংলাকে বন্যার হাত থেকে রক্ষা করতে নেওয়া হয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দামোদরে নির্মাণ করা হয় বেশ কয়েকটি বাঁধ। কিন্তু বিগত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত। বাংলার উত্তর থেকে দক্ষিণ বিপর্যস্ত। ঝাড়খণ্ডেও হচ্ছে ভারী বৃষ্টি। তার ফলে ফের রুদ্র রূপ নিয়েছে দামোদর। বিগত বেশ কয়েক বছরে দামোদরের এমন রূপ দেখা যায় নি। এমনটাই বলছেন নদী তীরে বসবাস করা মানুষজন।
এই মুহূর্তে দামোদর ও বরাকর নদীর উচ্চ অববাহিকা এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে। মাইথন, পাঞ্চেত ও দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে। যার ফলে দামোদরের নিম্ন অববাহিকা ভেসে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। অনেক জায়গাতে ঢুকছে জল। নদীতে জলের তীব্র গতি দেখে ভয় পাচ্ছেন মানুষ। ব্যারেজগুলির কাছে জল ছাড়ার শব্দে কান পাতা দায়। তীরবর্তী এলাকার মানুষ শুধু প্রার্থনা করছেন। দামোদরকে শান্ত করার প্রার্থনা আউড়ে চলেছেন তাঁরা। চাইছেন পরিত্রাণ।
advertisement
অন্যদিকে, রাজ্যের আবেদনে সাড়া দিয়ে জল ছাড়া কমিয়েছিল ডিভিসি। কিন্তু ভারী বৃষ্টিপাতের কারণে ফের বাড়ানো হল জল ছাড়ার পরিমাণ। গত বুধবার মাইথন এবং পাঞ্চেত ড্যাম থেকে কম জল ছাড়া হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার ফের জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার মাইথন থেকে ছাড়া হয়েছে ৩০ হাজার কিউসেক জল। অন্যদিকে পাঞ্চেত ড্যাম থেকে ছাড়া হয়েছে ৩৫ হাজার কিউসেক জল। মাইথন এবং পাঞ্চেত থেকে বেশি জল ছাড়ায়, দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ার পরিমাণ বাড়ানোহবে বলে আশঙ্কা করা হচ্ছে।
advertisement
advertisement
শেষ পাওয়া খবর অনুযায়ী, সকাল ন’টা পর্যন্ত দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হয়েছে ৮৬, ৯৫০ কিউসেক জল। ডিভিসির জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লাগাতার বৃষ্টিপাতের ফলে দামোদর এবং বরাকর নদীতে প্রচুর পরিমাণে জল এসে ডুকছে। পাশাপাশি তেনুঘাট এবং কোনার ড্যাম থেকেও বিশাল মাত্রায় জল ছাড়া হচ্ছে। যার ফলে মাইথন এবং পাঞ্চেত জলাধারে চাপ বাড়ছে। তাই বন্যার আশঙ্কা থাকলেও জলাধারে বাড়তি জল ছাড়া হচ্ছে মাইথন এবং পাঞ্চেত ড্যাম থেকে। একই কারণে জল ছাড়ছে দুর্গাপুর ব্যারেজও।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durgapur Barrage: ভয়াল রূপ নিয়েছে দামোদর! জলাধারগুলিতে জলের গতি দেখে আতঙ্কে স্থানীয়রা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement