#কলকাতা: দুয়ারে রেশনেও (Duare Ration) দুর্নীতি! এবার বাড়িতে পাঠানো রেশনে চাল ও আটা কম দেওয়ার অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য দেখা দিল পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে। দুয়ারে রেশনে দুর্নীতির অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ দেখান উপভোক্তারা। রেশন ডিলারের বিরুদ্ধে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁরা। অভিযোগ পেয়েই তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন।পূর্ব বর্ধমানের পূর্বস্হলীর এই ঘটনায় নড়েচড়ে বসেছে জেলা খাদ্য দফতর। দফতরের এক আধিকারিক জানান, উপভোক্তাদের সুবিধার কথা ভেবেই দুয়ারে রেশন কর্মসূচি নিয়েছে সরকার। সেখানে কেউ দুর্নীতি করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সংশ্লিষ্ট ডিলারকে সাসপেন্ড এমনকি লাইসেন্স পর্যন্ত বাতিল করা হতে পারে।
আরও পড়ুন: ডেস্টিনেশন গোয়া! মমতা অভিষেকের জোড়া সফরে কি নতুন সমীকরণের ইঙ্গিত?
এমনই অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি কিছু বাসিন্দার আরও অভিযোগ, স্লিপ দেখে যাতে মানুষ বুঝতে না পারে তার জন্য স্লিপ ছিঁড়ে দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: বিধানসভার প্ল্যানেই কলকাতা পুরসভা, প্রতি ওয়ার্ডের 'তুরুপের তাসে' নজর তৃণমূলের!
কিছু চাল ও আটা কম দেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত রেশন ডিলারের ছেলে কৃষ্ণ ঘোষ। অভিযুক্ত রেশন ডিলারের নাম কার্তিক ঘোষ। গ্রাহকরা আরও জানান, এতদিন পর্যন্ত ডিলারের দোকান থেকে মাল নেওয়ার সময় কোনও সমস্যায় পড়তে হয়নি। কিন্তু আজ তো দু্যারে রেশন পৌঁছাতেই জিনিস কম দেওয়া হচ্ছে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় দোগাছিয়া পঞ্চায়েতের মাদ্রা গ্রামে। এ বিষয়ে কালনার মহকুমাশাসক সুরেশ কুমার জগৎ জানান, পুরো বিষয়টি তদন্ত করে দেখতে বলা হয়েছে। অভিযোগের সত্যতা মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bardhaman, Duare Ration