Hooghly News: একই গঙ্গার ঘাটে বারবার দুর্ঘটনা, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হুগলির এই ঘাট

Last Updated:

Hooghly News: গঙ্গায় স্নান করতে নেমে বারবার গঙ্গায় তলিয়ে যাওয়ার ঘটনা ঘটতে থাকায় অবশেষে টনক নড়েছে প্রশাসনের।

+
শ্রীরামপুরের

শ্রীরামপুরের সুরকি ঘাট

হুগলি: কোন্নগর বারো মন্দির ঘাটের পর এবার শ্রীরামপুরের সুরকি ঘাট বন্ধ করে দেওয়া হল জনসাধারণের ব্যবহার থেকে। কারণ বিগত বেশ কিছুদিন যাবত এই ঘাটে ঘটেছে একাধিক দুর্ঘটনা! গঙ্গায় স্নান করতে নেমে বারবার গঙ্গায় তলিয়ে যাওয়ার ঘটনা ঘটতে থাকায় অবশেষে টনক নড়েছে প্রশাসনের। শ্রীরামপুর মহকুমা শাসকের নির্দেশ অনুসারে এই গঙ্গার ঘাটটিকে জনসাধারণ যাতে স্নান করার জন্য ব্যবহার না করে তার নির্দেশ দিয়েছেন। অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে শ্রীরামপুরের সুরকি ঘাট।
গত ২৫ মে চার নাবালক গঙ্গা স্নান করতে নেমে তলিয়ে যায়। তারা হুগলির শ্রীরামপুরের সুরকি ঘাট থেকেই গঙ্গায় স্নান করতে নেমেছিল। পরবর্তীতে মঙ্গলবার ওই একই ঘাটে আরও এক প্রবীণ ব্যবসায়ী স্নান করতে এসে ডুবে যান। যার তল্লাশি এখনও চালাচ্ছে উদ্ধারকারী দল। এমত অবস্থায় বারবার গঙ্গায় ডুবে যাচ্ছে কেন তার খোঁজ চালাতে গঙ্গার ঘাট পরিদর্শন করতে আসেন সেচ দফতরের আধিকারিক সহ প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা।
advertisement
advertisement
এই দিন শ্রীরামপুর মহকুমা শাসক শম্ভুদেব সরকার, সেচ দফতরের আধিকারীক, শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা, প্রাক্তন চেয়ারম্যান অমিয় মুখোপাধ্যায় ও রিষড়া পুরসভার চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র ও আধিকারিকরা সুরকি ঘাটে যান। ঘাট পরিদর্শন করে মহকুমা শাসক জানান, সুরকি ঘাট গঙ্গার একটা বিপজ্জনক বাঁকে আছে। তাই স্রোতের টান বেশি। বারবার এখানে জলে ডুবে যাওয়ার ঘটনা ঘটছে। এই ঘাট আপাতত বন্ধ করে দেওয়া হল।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি বলেন, “এই ঘাটে এখন থেকে কেউ স্নান বা অন্য কোন কাজ করতে পারবেন না।” বারবার এমন দুর্ঘটনার পরিপ্রেক্ষিতেই প্রশাসনের এই পদক্ষেপ বলে জানান হয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, তবে স্থায়ীভাবে ঘাটটি কীভাবে আরও নিরাপদ করা যায়, সে বিষয়ে উদ্যোগ নেওয়ারও দাবি উঠেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: একই গঙ্গার ঘাটে বারবার দুর্ঘটনা, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হুগলির এই ঘাট
Next Article
advertisement
Raihan Vadra Engagement: বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
  • বাগদান হয়ে গেল রাইহান বঢরার৷

  • প্রিয়াঙ্কা এবং রবার্ট বঢরার পুত্র রাইহান৷

  • বান্ধবী আভিভা বেগের সঙ্গে বাগদান সম্পন্ন৷

VIEW MORE
advertisement
advertisement