Drone Technology In Agriculture: বাঁকুড়ায় ড্রোন দিয়ে কৃষি কাজ? আর যা যা হবে
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
Drone Technology In Agriculture: ড্রোন ব্যবহার করলে বাঁচবে সময়। বীজ কিংবা কীটনাশক ছড়াতে জমিতে যেতেই হবে না কৃষককে। ফলে বর্ষাকালে সাপের কামড়ের হাত থেকে মুক্তি পাবেন তাঁরা
বাঁকুড়া: জেলার কৃষিকাজে ব্যবহার হতে চলেছে ড্রোন? তেমনিই ইঙ্গিত দিলেন কৃষি আধিকারিকরা। কৃষকদের সঙ্গে কৃষি আধিকারিকদের একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানেই এই বিষয়ে ইঙ্গিত পাওয়া গিয়েছে।
বাঁকুড়া জেলায় কৃষকের সংখ্যা প্রায় পাঁচ লক্ষ ৬০ হাজার। এই বিপুল সংখ্যক কৃষকের সমস্যা সমাধান করার দায়িত্ব কৃষি কর্মকর্তাদের। তবে একজন সাধারণ কৃষক তাঁর সমস্যার কথা কাকে বলবেন, কীভাবে সমাধান করবেন? কোথায় যাবেন? সরকারি দফতরে গিয়ে কার কাছে কী আবেদন করবেন, এই সবকিছুর জন্য একটি ধারণা তৈরি করার প্রয়োজনীয়তা বোধ করেন বাঁকুড়া জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ বিশ্বরূপা সেনগুপ্ত।
advertisement
advertisement
আর তাই বাঁকুড়া সাব ডিভিশনের কৃষকদের নিয়ে সরাসরি একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে ড্রোন ব্যবহার করে চাষের কথা থেকে তৈল বীজ এবং ডাল জাতীয় শস্য উৎপাদনের কথা সবকিছু নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে। ড্রোন ব্যবহার করলে, বাঁচবে সময়। বীজ কিংবা কীটনাশক ছড়াতে জমিতে যেতেই হবে না কৃষককে। ফলে বর্ষাকালে সাপের কামড়ের হাত থেকে মুক্তি পাবেন তাঁরা। যদিও কৃষি আধিকারিক জানিয়েছেন সরকারি ভাতা বাদ দিয়েও এই ড্রোন কিনতে খরচ পড়তে পারে ২ লক্ষ টাকার মত। এই বিষয়ে বাঁকুড়া জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ জানান, প্রযুক্তিগত দিক থেকে কৃষি ব্যবস্থার উন্নতি প্রয়োজন। সেই জন্য ড্রোন ব্যবহার করার কথা ভাবা হচ্ছে। ড্রোন ব্যবহার করলে সময় এবং পরিশ্রম দুই বাঁচবে।
advertisement
বাঁকুড়া জমি রুক্ষ। এখানে তৈল বীজ এবং ডাল জাতীয় শস্য উৎপাদন ভাল হয়। তবে এখানে জমিতে নাইট্রোজেন কম আছে। তাই কৃষকদের ডাল জাতীয় শস্য চাষের পরামর্শ দেওয়া হয়েছে। তাতে জমিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়বে। এই বৈঠকে শুধু কৃষিকাজের পদ্ধতি নয়, উৎপন্ন ফসল কৃষকরা কীভাবে বিক্রি করবেন তা নিয়েও গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 06, 2024 9:25 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Drone Technology In Agriculture: বাঁকুড়ায় ড্রোন দিয়ে কৃষি কাজ? আর যা যা হবে







