Dol Utsav 2024: বাজার থেকে সবজি কিনে এনে বাড়িতেই চটজলদি তৈরি করুন পরিবেশবান্ধব আবির

Last Updated:

বাজার থেকে পরিচিত কয়েকটা সবজি কিনে এনে সহজেই বানিয়ে ফেলুন পরিবেশবান্ধব এই ভেষজ আবির

+
সবজি

সবজি দিয়ে তৈরি হচ্ছে আবির 

পূর্ব বর্ধমান: আর মাত্র কয়েকটা দিন পরই বসন্ত উৎসব। রং খেলায় মেতে উঠবে আপামর বাঙালি। তবে এবার বসন্ত উৎসবে আর দোকান থেকে আবির কেনার প্রয়োজন নেই। একদম সহজ উপায়ে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন পরিবেশ বান্ধব আবির। যা থেকে চামড়ার কোন‌ও ক্ষতি হবে না। খুবই অল্প সময়ের মধ্যে বাড়িতে সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এই আবির তৈরি করা সম্ভব। আজকের প্রতিবেদনে সেই আবির তৈরির পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরলাম আমরা।
বাজার থেকে পরিচিত কয়েকটা সবজি কিনে এনে সহজেই বানিয়ে ফেলুন পরিবেশবান্ধব এই ভেষজ আবির। কাটোয়া শহরের বাসিন্দা সুদেবী দত্ত এই আবির তৈরি করে বিখ্যাত হয়ে উঠেছেন। এই প্রসঙ্গে তিনি জানান, আবির তৈরির জন্য বাজার থেকে বিট, গাজর, কাঁচা হলুদ, পালং শাক সহ আরও বেশ কিছু সবজি কিনে আনতে হবে। এরপর সবজিগুলো ভাল করে ধুয়ে পিস পিস করে কেটে নিতে হবে। তারপর কেটে নেওয়া সবজি দিয়ে দিয়ে দিতে হবে মিক্সার গ্রাইন্ডের মধ্যে। অল্প জল দিয়ে সেই কেটে নেওয়া সবজি ভাল করে গ্রাইন্ড করে, রস বের করে নিতে হবে। যে রস পাওয়া যাবে সেই রসের সঙ্গে অল্প অল্প করে অ্যারারুট মেশাতে হবে। মেশানোর পর যখন সেই মিশ্রণ হালকা গাঢ় হবে তখন তার সঙ্গে মেশাতে হবে অগরু। অগরু হল একধরনের সুগন্ধি। এরপর দিতে হবে গোলাপ জল। তারপর সেই মিশ্রণে খাবার যোগ্য ফুড কালার দেওয়ার ইচ্ছে হলে দেওয়া যেতে পারে। এতে আবিরে আরও ভাল রং আসবে।
advertisement
advertisement
এবার গোটাটাকে ভাল করে মিশিয়ে নিতে হবে। পরের ধাপে মিশ্রণটিকে বড় পাত্রে ঢেলে রোদে শুকাতে দিতে হবে। মিশ্রণ বেশ কয়েক ঘণ্টা রোদ পাওয়ার পরে একদম জমাট বেঁধে যাবে। পরবর্তীতে সেই জমাট বাঁধা মিশ্রণটিকে চালুনির সাহায্যে ছেঁকে নিলেই পাওয়া যাবে একদম মসৃণ সুগন্ধ যুক্ত পরিবেশ বান্ধব আবির। ছেঁকে নেওয়ার পরে চাইলে আরও একবার গ্রাইন্ড করে নেওয়া যেতে পারে। এতে আবির আরও বেশি মসৃণ হবে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
যাদের আবিরে অ্যালার্জি রয়েছে, তাঁদের আর ভয় খাওয়ার কোনও প্রয়োজন নেই। উপরে দেওয়া পদ্ধতি ব্যবহার করে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন পরিবেশ বান্ধব আবির। আসন্ন বসন্ত উৎসবে এই ভেষজ আবির দিয়ে মন খুলে রং খেলুন।
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dol Utsav 2024: বাজার থেকে সবজি কিনে এনে বাড়িতেই চটজলদি তৈরি করুন পরিবেশবান্ধব আবির
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement