হাওড়ায় মিলছে লোভনীয় চরকি-তুবড়ি! দুধের স্বাদ ঘোলে মেটাতে প্রসিদ্ধ 'বাজি' কিনুন
- Published by:Raima Chakraborty
Last Updated:
ক্ষীর, কাজু দিয়ে চরকি, তুবড়ি-সহ আতসবাজির অনুকরণে তৈরি অবিনভ সব মিষ্টি |
#হাওড়া: চরকি বাজি খাওয়া যাবে ? আর তুবড়িও ? হ্যাঁ ঠিক শুনছেন, বাজি ফাটানো নিয়ে প্রশাসন থেকে চিকিৎসকেরা সতর্কবার্তা দিচ্ছেন | নতুন করে সবুজ বাজি ফাটানোর পরামর্শ দিচ্ছে সব মহল | দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো এবার হাওড়ার সালকিয়ার এক প্রসিদ্ধ মিষ্টি প্রস্তুতকারীর দিওয়ালির মিষ্টি হিসাবে ক্ষীর কাজু দিয়ে তৈরি করে ফেলেছেন শৈশবের ফেলে আসা চরকি, তুবড়ি-সহ একাধিক আতসবাজির মতো মিষ্টি।
কালীপুজো ও দিওয়ালির শুভেচ্ছার সঙ্গে রয়েছে মিষ্টি পাঠানোর রীতি | আর সেই মিষ্টিই যদি হয় আতসবাজির মতো তাহলে রথ দেখা আর কলা বেচার মতোই বন্দোবস্ত হয়ে যায়। পরিবেশ রক্ষার্থে আতসবাজি বন্ধের সিদ্ধান্তের সঙ্গে আমাদের শৈশবের সেই চরকি, তুবড়ি, কালিপটকারাও আজ হারিয়ে যাচ্ছে সেই বিষয়টা মাথায় রেখেই কালী পুজো ও দিওয়ালির সময় এই মিষ্টির চাহিদাও তুঙ্গে।
advertisement

advertisement
আরও পড়ুন: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোথায় অবস্থান করছে সিত্রাং? সকাল থেকে কলকাতার আকাশে মেঘ
হাওড়ার সালকিয়ার প্রসিদ্ধ মিষ্টান্ন ভান্ডার ব্রজনাথ গ্র্যান্ড সন্স-এর অন্যতম কর্ণধার অভিজিৎ দাস জানান, 'এখন বাজারে চরকি বা তুবড়ির চাহিদা অনেক কমে গিয়েছে, বাজারে এসেছে নতুন নতুন ধরনের আতসবাজি | এখনকার শিশু থেকে যুবক যুবতীদের মধ্যে চরকি, কালিপটকা, তুবড়ির চাহিদা একেবারেই নেই। হাতের সামনে চিনা বাজির রমরমাতে বাংলার সংস্কৃতির অনেকটাই বদল হয়েছে | আর এই ধরনের অত্যাধুনিক আতসবাজির জন্য পরিবেশ দূষণমাত্রও বেড়েছে বহুগুন। তাই আমাদের ফেলে আসা শৈশবের হারিয়ে যাওয়া আতসবাজির অনুকরণেই এবার কালীপুজো ও দিওয়ালির মিষ্টির বানানোর সিদ্ধান্ত নিয়েছি।'
advertisement
আরও পড়ুন: নেই পার্থ চট্টোপাধ্যায়, বেহালার বিজয়া সম্মিলনীতে অন্য চমক! অবাক এলাকাবাসীও
কম মিষ্টির ক্ষীর ও কাজু, বিভিন্ন ধরনের বাদামের সম্ভারে বানানো হয়েছে এই মিষ্টি। মানুষের মধ্যে এই মিষ্টির চাহিদাও চোখে পড়ার মতো | কাউকে উপহার হিসাবে বাজি মিষ্টি বা মিষ্টি বাজি পাঠালে একদিকে আতসবাজির দূষণ থেকে পরিবেশকেও রক্ষা করাও যাবে আর মনও ভরবে মিষ্টিতে বললেন সঞ্জয় রাজভর নামে এক ক্রেতা। কালীপুজো, দিওয়ালির পর ভাইফোঁটাতেও আসতে চলছে নতুন চমক দাবি দোকানের কর্ণধারের | মিষ্টিবাজি বা বাজিমিষ্টি কিনতে দোকানে ক্রেতাও সংখ্যাও বাড়ছে সময়ের সঙ্গে |
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 23, 2022 3:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হাওড়ায় মিলছে লোভনীয় চরকি-তুবড়ি! দুধের স্বাদ ঘোলে মেটাতে প্রসিদ্ধ 'বাজি' কিনুন