Purulia News: অপরাধ দমনে পুলিশের হাতিয়ার এনপিআর, এটা কী জানেন?

Last Updated:

এনপিআর হল অটোমেটিক নম্বর প্লেট রিডার। বেআইনি কার্যকলাপ রুখতে পুরুলিয়া জেলা পুলিশের এই পদক্ষেপ। এই কাজের মধ্য দিয়ে অপরাধ দমনের পাশাপাশি আইন-শৃঙ্খলা বজায় থাকবে

+
অপরাধ

অপরাধ দমনে এন পি আর

পুরুলিয়া: অপরাধ দমনের জন্য একাধিক পদক্ষেপ জেলা পুলিশের। এবার আন্তঃরাজ্য সীমানায় অপরাধ দমনে তারা প্রযুক্তিকে হাতিয়ার করেছে। জেলার আন্ত:রাজ্য সীমানা সহ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় এনপিআর নামক যন্ত্র বসানোর কাজ শুরু করেছে পুরুলিয়া জেলা পুলিশ। কিন্তু কী এই এনপিআর?
এনপিআর হল অটোমেটিক নম্বর প্লেট রিডার। বেআইনি কার্যকলাপ রুখতে পুরুলিয়া জেলা পুলিশের এই পদক্ষেপ। এই কাজের মধ্য দিয়ে অপরাধ দমনের পাশাপাশি আইন-শৃঙ্খলা বজায় থাকবে। শুধু তাই নয় ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ প্রকল্পেও সহায়তা করবে এই বিশেষ ধরনের প্রযুক্তি। তাছাড়াও এই যন্ত্র সিসিটিভিরও কাজ করবে। অটোমেটিক নম্বর প্লেট রিডার একটি সংশ্লিষ্ট এলাকা জুড়ে যাতায়াত করা সব যানবাহনের নম্বর যেমন নিজের কাছে রেকর্ড করবে, তেমনই ওই যন্ত্র নিজের কাছে ছবিও সংগ্রহ করে রাখবে।
advertisement
advertisement
জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, সমগ্র জেলাজুড়ে কম বেশি ১২৫-টি নাকা পয়েন্ট আছে। তার মধ্যে ঝাড়খণ্ড সীমানায় আন্ত:রাজ্য নাকা চেক পোস্ট রয়েছে ১৪ টি। এই ১৪ টি পোস্টে ২৪ ঘণ্টা নজরদারি চলে। এই কেন্দ্রগুলিতে এই যন্ত্র বসানোর পাশাপাশি জেলার কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টেও এই যন্ত্র বসানো হবে।
আরও খবর পড়তে ফলো করুন:
advertisement
এই বিষয়ে পুরুলিয়ার এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, পুরুলিয়ার তিন দিক জুড়ে ঝাড়খন্ড সীমানা। এই বিস্তীর্ণ এলাকায় অপরাধ দমনের জন্য প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। আন্ত:রাজ্য সীমানা সহ জেলার একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় এই এনপিআর যন্ত্র বসানোর কাজ শুরু হয়েছে।
শর্মিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: অপরাধ দমনে পুলিশের হাতিয়ার এনপিআর, এটা কী জানেন?
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement