Mada News: কর্মীর অভাবে ধুঁকছে রাজ্যের সেরা রেশম নার্সারি

Last Updated:

মালদহের এই রেশম নার্সারি স্বাভাবিক থাকলে লাভবান হবেন জেলার চাষিরা। এই জেলায় প্রায় এক লক্ষ মানুষ রেশন চাষের সঙ্গে যুক্ত

+
title=

মালদহ: কর্মী অভাবে বন্ধের মুখে মালদহের রেশম নার্সারি। এক সময় গোটা পশ্চিমবঙ্গের রেশম চাষিদের পলু পোকা দেওয়া হত এই নার্সারি থেকেই। এমনকি তুঁতে গাছও এই নার্সারি থেকেই পাওয়া যেত। বর্তমানে জঙ্গলে পরিণত হয়েছে নার্সারি চত্বর। সামান্য কিছু পলু পোকা বর্তমানে উৎপাদন হচ্ছে এখানে।
মালদহের এই রেশম নার্সারি স্বাভাবিক থাকলে লাভবান হবেন জেলার চাষিরা। এই জেলায় প্রায় এক লক্ষ মানুষ রেশন চাষের সঙ্গে যুক্ত। এই নার্সারি থেকেই এতদিন পলু পোকা মিলত। ধীরে ধীরে কর্মী সংখ্যা কমে আসায় সরকারি এই নার্সারিতে উৎপাদন অনেকটাই কমে গেছে। স্থানীয় বাসিন্দা ঘনশ্যাম প্রামাণিক বলেন, একসময় এখানে উৎপাদন খুব ভাল হত, অনেক কর্মী ছিল। এখন কর্মী সমস্যায় উৎপাদন একেবারেই কমে গিয়েছে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
ইংরেজবাজার ব্লকের পিয়াসবাড়ি এলাকায় অবস্থিত এই রেশম নার্সারি। একসময় এখানে কর্মী সংখ্যা ছিল প্রায় ১০০ জন। ১০ থেকে ১২ হাজার টন গাছের চারা প্রদান করা হত কৃষকদের। এখন এই নার্সারিতে কর্মীর সংখ্যা কমতে কমতে মাত্র ১০ জনে এসে ঠেকেছে। ভগ্ন দশায় পড়ে রয়েছে গোটা নার্সারি চত্বর। ১৯০ বিঘা জমির উপর তৈরি বিশাল এই নার্সারি এখন আগাছায় ভরপুর। তেমন আর নার্সারিতে উৎপাদন হয় না পলু পোকা। নার্সারির আধিকারিক মনিশঙ্কর ঘোষ বলেন, কর্মী কম রয়েছে তাই উৎপাদন কম হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে কর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যাপ্ত কর্মী এলে উৎপাদন আবার বৃদ্ধি পাবে।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mada News: কর্মীর অভাবে ধুঁকছে রাজ্যের সেরা রেশম নার্সারি
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement