Hooghly News: শুধু বেসরকারি স্কুল নয়, সরকারি স্কুলেও রয়েছে মেধাবি পড়ুয়ারা! হাতেনাতে প্রমাণ পেলেন জেলাশাসক থেকে অন্যান্যরা
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
বাচ্চারা কেমন শিখছে জানতে স্কুল জীবনে ফিরলেন জেলা শাসক, সভাধিপতি, বিধায়ক
হুগলি: বাচ্চারা কেমন শিখছে জানতে স্কুল জীবনে ফিরলেন জেলা শাসক, সভাধিপতি, বিধায়ক। স্কুলের বই পড়লেন ও পড়ালেন বাচ্চাদের। ব্লক ধরে ধরে রিভিউ মিটিং চলছে হুগলি জেলায়। সেখানে জেলা শাসক মহকুমা শাসক বিডিও থেকে জন প্রতিনিধিরা উপস্থিত থাকছেন। সাধারণ মানুষ সরকারি প্রকল্পের সুবিধা কতটা পাচ্ছেন তা দেখতে উপভোক্তাদের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন আধিকারীকরা।খোঁজ নিচ্ছেন। করছেন পাড়া বৈঠক।
এইরকমই ধনিয়াখালিতে যান আধিকারীকরা। ধনিয়াখালির মানিকপুরে একটি স্কুলে গিয়ে কেমন পড়াশোনা হচ্ছে তার খোঁজ নেন। স্কুলে এসে জেলাশাসক নিজেই বোর্ডে পড়া বোঝাতে শুরু করেন বাচ্চাদের। একইসঙ্গে পদার্থবিদ্যার পড়াও ধরেন, যদি কেউ কিছু বুঝতে না পারে তার জন্য বোর্ডে লিখে বুঝিয়ে দেন। জেলাশাসক মুক্তা আর্যর সঙ্গে ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র। বেঞ্চে বসে ছাত্রদের থেকে পড়া বুঝে নেন তারা।
advertisement
আরও পড়ুন: ‘টমুর সন্ধান চাই’! শহর ছয়লাপ পোস্টারে! নিখোঁজ পোষ্য বিড়ালের সন্ধানে নাওয়াখাওয়া ভুলেছেন দম্পতি
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পরে সভাধিপতি বলেন, “মানিকপুরের একটি স্কুলে আমরা গিয়েছিলাম। সেখানে বেশ কিছু মেধাবী রয়েছে ছেলেমেয়ে রয়েছে। তাদেরকে আমরা যা প্রশ্ন করলাম তার উত্তর দিল, আবার বোর্ডে আমাদের বোঝালো। এটা থেকে একটা জিনিস বোঝা যায়, সরকারি স্কুলেও নতুন করে ভাল ছেলেমেয়ে বেরিয়ে আসছে। ধনিয়াখালির স্কুলে এসে সেটাই দেখা গেল।”
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
January 29, 2025 7:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: শুধু বেসরকারি স্কুল নয়, সরকারি স্কুলেও রয়েছে মেধাবি পড়ুয়ারা! হাতেনাতে প্রমাণ পেলেন জেলাশাসক থেকে অন্যান্যরা







