Digital Waste Management: কিউআর কোড দিয়ে বর্জ্য সংগ্রহ! এমনটা আগে কখনও দেখেননি

Last Updated:

Digital Waste Management: বসিরহাট পুরসাভার ২৩ টি ওয়ার্ড থেকে প্রতিদিন ৩৫ টন আবর্জনা সংগ্রহ করা হয়। যা থেকে তৈরি হচ্ছে জৈব সার

+
বর্জ্য

বর্জ্য ব্যবস্থাপনা ডিজিটালিকরণ! বসিরহাটটে বর্জ্য সংগ্রহে কিউআর কোড 

উত্তর ২৪ পরগনা: বর্জ্য ব্যবস্থাপনায় এবার ডিজিটালাইজেশন! বসিরহাটে কিউআর কোড ব্যবহার করে সংগ্রহ করা হবে বর্জ্য। যে উদ্যোগ ইতিমধ্যেই সারা ফেলে দিয়েছে মানুষের মধ্যে।
ইছামতি নদীর তীরে সীমান্ত শহর বসিরহাট। জেলা তথা রাজ্যে জন ঘনত্বের নিরিখে প্রথম সারিতে অবস্থান শহর বসিরহাটের। আর এই শহর বসিরহাটের উপর দিয়েই ভারত-বাংলাদেশের ঘোজাডাঙা সীমান্তে আন্তর্জাতিক বাণিজ্য চলে। নিত্যদিনে যানজটে জর্জরিত বসিরহাট শহর। জনঘনত্বের বেড়াজালে বর্জ্য ব্যবস্থনাপনায় রাজ্যে অগ্রণী ভূমিকা নিয়েছে। বসিরহাট পুরসাভার ২৩ টি ওয়ার্ড থেকে প্রতিদিন ৩৫ টন আবর্জনা সংগ্রহ করা হয়। যা থেকে তৈরি হচ্ছে জৈব সার। তবে বসিরহাট পুরসভা প্রতিদিন বাড়ি থেকে দৈনন্দিন সঠিক পরিমাণে বর্জ্য সংগ্রহ করা হচ্ছে কিনা তা জানতে এবার বর্জ্য সংগ্রহকারী প্রতিটি বালতিতে বসাবে কিউআর কোড।
advertisement
advertisement
বসিরহাট পুরসভার ট্যাক্স সহ একাধিক পরিষেবা ইতিমধ্যে ডিজিটাল হয়ে গিয়েছে। এবার বর্জ্য সংগ্রহকে ও তারা ডিজিটাল করল। বর্জ্য সংগ্রহকারী বালতিতে বসানো কিউআর কোড থেকে জানা যাবে যে কারা কবে বর্জ্য পদার্থ পুরসভার কাছে জমা দিচ্ছে। একটা সুস্থ নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে উঠবে। আগামী কিছুদিনের মধ্যেই এই পরিষেবা চালু হয়ে যাবে বলে জানানো হয়েছে।
advertisement
জুলফিকার মোল্যা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digital Waste Management: কিউআর কোড দিয়ে বর্জ্য সংগ্রহ! এমনটা আগে কখনও দেখেননি
Next Article
advertisement
রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট, এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি
রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট, এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি
  • রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট

  • এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি

  • অধিকাংশ নেতা নির্বাচন লড়তে চান অথচ সংগঠনের কাজে অনীহা

VIEW MORE
advertisement
advertisement