Digha: ভ্যালেনটাইনস ডে-তে দিঘা যাচ্ছেন? রয়েছে বিরাট চমক! জানুন

Last Updated:

Digha: সরস্বতী পুজো বা প্রেম দিবসে দিঘা যাচ্ছেন? তাহলে এই চমক আপনাকে জানতেই হবে

+
title=

দিঘা: পশ্চিম ভারতের আরব সাগরের তীরে অবস্থিত অজন্তা ইলোরা গুহা। মহারাষ্ট্রের ঔরঙ্গবাদ এর অবস্থিত এই গুহা। বিশ্ব ঐতিহ্যের একটি অন্যতম নিদর্শন। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি পেয়েছে। এবার এই অজন্তা ইলোরা গুহা উঠে এল বঙ্গোপসাগরের তীরে দিঘায়। সরস্বতী পুজোর দিন সময় দিঘা বেড়াতে আসা পর্যটকরা উপভোগ করতে পারবে অজন্তা ইলোরা গুহায় ঘুরে বেড়ানোর আনন্দ। না কোন অজন্তা ইলোরা গুহার স্থাপত্যের মতো দেখতে কোন কংক্রিটের নির্মাণ নয়। অবিকল অজন্তা ইলোরা গুহার মতো দেখতে একটি মণ্ডপ। অজন্তা ইলোরার গুহার থিম ভাবনায় সেজে উঠেছে রামনগরের একটি সরস্বতী পুজোর মণ্ডপ।
রামনগরে পেজ ইলেভেন ক্লাব প্রতি বছর সরস্বতী পুজোয় চমক দেয় রামনগরবাসীকে। অতীত ইতিহাস ও ঐতিহ্যকে বর্তমানের আঙ্গিনায় প্রকাশিত করেছে রামনগর এর এই ক্লাব। থিমের ভাবনা ও ঐতিহ্যকে ধারক বাহক মনে করে এগিয়ে চলেছে পেজ ইলেভেন। করে ১৪ তম বছরে পদার্পণ করেছে এই পেজ ইলেভেন ক্লাব। রামনগরের এক ঝাক যুবক ১৪ বছর আগে স্বপ্ন দেখেছিল একটি ক্লাবের। এবারে ক্লাবে থিমে রয়েছে অভিনবত্বের ছোঁয়া। এবারে তাদের ক্লাবের পুজো মণ্ডপের থিম অজন্তা ইলোরা গুহা। অজন্তা ইলোরা গুহার চিত্র ফুটে উঠেছে তাদের পূজা মন্ডপের দেওয়ালে। গুহার ভাস্কর্য তুলে ধরা হয়েছে মণ্ডপে।
advertisement
advertisement
বর্তমান সময়ে শুধু দুর্গাপুজোয় থিম পুজোর চমক না জেলায় জেলায় দুর্গাপূজার পাশাপাশি অন্যান্য পুজোতেও থিমের চমক। তাই এবার বাগদেবীর আরাধনায় অভিনবত্বের ছোঁয়ায় অজন্তা ও ইলোরা গুহা উঠে এল বঙ্গোপসাগরের তীরে। পুজোর দিন থাকছে বিভিন্ন রকম অনুষ্ঠানের রূপাঞ্জলি। রামনগর সহ এলাকার প্রচুর মানুষ আসেন এই মণ্ডপ দর্শনে। মায়ের প্রতিমায়ও এবার থাকছে অভিনবত্বের ছোঁয়া। দিঘার কাছে এই পুজো মণ্ডপের উদ্বোধন করেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। এছাড়াও উপস্থিত ছিলেন কাঁথি পৌরসভার চেয়ারম্যান।
advertisement
সরস্বতী পুজোর একদিন পরেই রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তাই বাগদেবীর আরাধনার উন্মাদনা কিছুটা হলেও ব্যাহত হয়েছে। তবুও সরস্বতী পুজোতে থিমের বাহারে সেজেছে পুজো মণ্ডপ। রামনগরে পেজ ইলেভেন ক্লাবের এবার সরস্বতী পুজোর মণ্ডপ সেজে উঠল অজন্তা ইলোরা গুহার আদলে। এ বিষয়ে পুজো কমিটির সম্পাদক প্রীতম গিরি জানান, প্রতিবছরের পূজোয় অভিনব মণ্ডপ তুলে ধরা হয়। এবার মণ্ডপের কারুকার্য হয়েছে অজন্তা ও ইলোরা গুহার দেওয়াল চিত্রের আদলে।’ সরস্বতী পুজোর দিন দিঘায় ঘুরতে এলেই পর্যটকেরা এই অজন্তা ইলোরা গুহা ঘুরে বেড়ানোর আনন্দ উপভোগ করতে পারবেন।
advertisement
সৈকত শী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha: ভ্যালেনটাইনস ডে-তে দিঘা যাচ্ছেন? রয়েছে বিরাট চমক! জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement