Digha Ulto Rath Yatra 2025: মাসির বাড়িতে অন্নমহোৎসব! উল্টোরথেও প্রভু জগন্নাথ দেবকে ৫৬ ভোগ নিবেদন, কী কী রয়েছে রাজকীয় মেনুতে? দেখে নিন

Last Updated:

Ulto Rath Yatra 2025: উল্টোরথে দিঘার মাসির বাড়িতে প্রভু জগন্নাথ দেবকে ছাপান্ন ভোগ নিবেদন করা হল। কী কী রয়েছে ভোগের মেনুতে, দেখে নিন একঝলকে৷

News18
News18
দিঘা: শনিবার ৫ জুলাই ২০২৫ পালিত হতে চলেছে উল্টোরথ। ঐতিহ্য অনুসারে, ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা দেবী তাদের মাসির বাড়ি থেকে তাদের নিজ নিজ বাড়িতে অর্থাৎ মন্দিরে ফিরে আসবেন। মাসির বাড়িতে আট দিন কাটানোর পর আজ জগন্নাথ ফিরবেন নিজের বাড়িতে।
দিঘায় উল্টো রথকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে। উল্টো রথযাত্রাকে কেন্দ্র করে আজ মাসির বাড়ি কমিটির তরফ থেকে আয়োজন করা হয়েছে অন্ন মহোৎসবের। সেখানে প্রায় দশ হাজার মানুষ এই ভোগ প্রসাদ গ্রহণ করবেন।
advertisement
advertisement
গতকাল রাত থেকে শুরু হয়েছে তার প্রস্তুতি। রাস্তায় রাস্তায় লাগানো হয়েছে সিসি ক্যামেরা। অতিরিক্ত দেড় হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে উল্টো রথের জন্য।
উল্টোরথে দিঘার মাসির বাড়িতে প্রভু জগন্নাথ দেবকে ছাপান্ন ভোগ নিবেদন করা হল। কী কী রয়েছে ভোগের মেনুতে, দেখে নিন একঝলকে৷ মেনুতে রয়েছে -ভাজা, খিচুড়ি, ডাল, শুক্তো, মোচার তরকারি, পটলের তরকারি, বৈতালের ঘন্ট, মিষ্টি, পায়েস-সহ ৫৬ ভোগ। অন্ন, ঘি ভাত, সুগন্ধী ভাত, পান্তা ভাত, নারকেলের দুধ দিয়ে মাখা ভাত, দুধভাত, দহি পাখাল, শুকনো খিচুড়ি, ডাল, করলা ভাজা, শাক ভাজা, লাবড়া, বেসর, লঙ্কার বড়া, নিমকি, আদার চাটনি, মিষ্টি চাটনি, নারকেল নাড়ু, সুজি, দই, বোঁদে, পুলি পিঠে, পিঠে, ছোট পিঠে, বিড়ি পিঠে, পদ্ম পিঠে, ক্ষীরের মিষ্টি, ভাত দিয়ে তৈরি মিষ্টি, প্যান কেক, নারকেল কেক, রাইস কেক, বড় কেক, কেক, সাকারা, মেন্ধা মুন্ডদিয়া, কাদামবা, পাত মনোহর মিষ্টি, তাকুয়া মিষ্টি ভাগ পিঠে, কাকারা মিষ্টি, লুনি খুরুমা, মিষ্টি লুচি, চাড়াই নাড়া মিষ্টি, খাস্তা পুরি, কাদালি বারা, কানজি, বড় আরিশা, ত্রিপুরি, মুগা সিজা, মনোহরা মিষ্টি,মাগাজা লাড্ডু, খোয়া ক্ষীর, মিষ্টি, পানাগ, মুড়ি, দলমা, টুকরো করা কলা৷
advertisement
পঙ্কজ দাশ রথী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha Ulto Rath Yatra 2025: মাসির বাড়িতে অন্নমহোৎসব! উল্টোরথেও প্রভু জগন্নাথ দেবকে ৫৬ ভোগ নিবেদন, কী কী রয়েছে রাজকীয় মেনুতে? দেখে নিন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement