Digha || Viral Video: দিঘায় বিরাট বিপদ...! উত্তাল সমুদ্রে নামতেই সংঘাতিক কাণ্ড! এই ভিডিও দেখলে শিউরে উঠবেন
- Published by:Sanjukta Sarkar
- local18
Last Updated:
Viral Video || Digha: স্নান করতে নেমেছিলেন পর্যটক, আচমকা যা ঘটল…! দেখুন ভিডিও
দিঘা: বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া অতি শক্তিশালী ঘূর্ণিঝড় মোকা আছড়ে পড়েছে মায়ানমারে। তারই প্রভাবে উত্তাল দিঘায় সমুদ্র। রবি ও সোমবারও সতর্কতা জারি করা হয়েছে সমুদ্র স্নানে। বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে গার্ডওয়ালে। তারই মধ্যে এবার বড় অঘটন।
মোকার জন্য উপকূলবর্তী এলাকাগুলিতে আগেই সর্তকর্তা জারি রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে যেমন বারণ করা হয়েছে ঠিক তেমনই সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি হয়েছে পর্যটকদের জন্য। উত্তাল সমুদ্র হওয়া সত্বেও নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই সমুদ্রে স্নান করতে নামে পর্যটক। স্নানে নেমেই বিপদের মুখে পড়লেন এক পর্যটক। আচমকা বিপুল ঢেউ আসতেই তলিয়ে যেতে থাকেন ওই পর্যটক।
advertisement
advertisement
যদিও অন্যান্য পর্যটক ও নুলিয়াদের তৎপরতায় কপাল জোরে বেঁচে যায় ওই পর্যটকের প্রাণ! কোনোক্রমে তাঁকে উদ্ধার করা হয়। প্রসঙ্গত, আগেই আবহাওয়ার পূর্বাভাসে ছিল, অতি প্রবল ঘূর্ণিঝড় মোকার প্রভাবে জলস্তর বাড়তে পারে, উত্তাল হতে পারে সমুদ্র। তাই স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের জন্য আগেভাগেই সতর্কতা জারি করে দেয় দিঘা প্রশাসন।
advertisement
রবি এবং সোমবার সমুদ্রস্নানে সম্পূর্ণ নিষেধাজ্ঞাও জারি করা হয়। ফলে যে সব পর্যটক সপ্তাহান্তের ছুটি কাটাতে দিঘা গিয়েছেন, তাঁদের আপাতত সমুদ্রস্নান থেকে বিরত থাকতে হবে।
স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের সতর্ক করা জন্য মাইকে প্রচার চালাচ্ছে দিঘা কোস্টাল থানা। সতর্কতা অনুযায়ী আজ অর্থাৎ সোমবার, ১৫ মে পর্যন্ত পর্যটকদের সমুদ্রস্নানে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই সময়ে সমুদ্র থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শও দেওয়া হয়েছে। পাশাপাশি, সমুদ্রে সমস্ত রকম কার্যকলাপ বন্ধ রাখতেও নির্দেশ দেওয়া হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 15, 2023 11:19 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha || Viral Video: দিঘায় বিরাট বিপদ...! উত্তাল সমুদ্রে নামতেই সংঘাতিক কাণ্ড! এই ভিডিও দেখলে শিউরে উঠবেন