সিঁথিতে আজও কেন সিঁদুর পরেন রেখা?

৭০ এর দশকের সুপারহিট অভিনেত্রী রেখা আজও এভারগ্রিন। 

গভীর চোখ, হাতছানি দেওয়া ঠোঁট, কপালে টিপ আর সিঁথিতে জ্বলজ্বল করছে টকটকে লাল সিঁদুর! 

বলিউডে অমিতাভ এবং রেখার জুটি ছিল সুপারহিট। কিন্তু প্রেম ভেঙে যাওয়ার পর আর কখনও পর্দায় একসঙ্গে ধরা দেননি তাঁরা। 

দিল্লির বিশিষ্ট শিল্পপতি মুকেশ আগারওয়ালকে রেখা বিয়ে করেছিলেন ১৯৯০ সালে। কিন্তু তাদের বিয়েটা এক বছরও টেঁকেনি।

মুকেশ বিয়ের এক বছরের মাথায় রেখার ওড়না গলায় পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন

মুকেশের মৃত্যুর পরেও রেখা সিঁদুর পরতেন। খাতায় কলমে একজন বিধবা হলেও আজও সিঁদুর পরেন অভিনেত্রী

কেউ কেউ মনে করেন রেখা অমিতাভ বচ্চনের জন্যই সিঁদুর পরেন

দীপালি ইসার একটি সাক্ষাৎকারে বলেন, রেখা সেই মানুষটার জন্যই আজও সিঁদুর পরেন যাঁর প্রতি এখনও তাঁর শ্রদ্ধা ও ভালবাসা অটুট

রেখার জীবনী লেখক ইয়াসিন ওসমান ‘রেখা দ্য আনটোল্ড স্টোরি’তে এই প্রশ্নের উত্তর দিয়েছেন

সেখানে অবশ্য তিনি দাবি করেছেন সঞ্জয় দত্তের জন্য নাকি সিঁথিতে সিঁদুর পরে থাকেন রেখা

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন