Digha| Latest Weather Forecast|| ব্যাপক উত্তাল সমুদ্র, বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে পাড়ে, দিঘায় তীব্র জলোচ্ছ্বাস, ভয়ঙ্কর ভিডিও
- Published by:Shubhagata Dey
Last Updated:
Digha: দিঘায় তীব্র জলোচ্ছ্বাসে স্বস্তির স্নান পর্যটকদের। অমাবস্যার আগের রাতে দিঘার সমুদ্র উত্তাল। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে সৈকত সরণিতে।
দিঘা: দিঘায় তীব্র জলোচ্ছ্বাসে স্বস্তির স্নান পর্যটকদের। অমাবস্যার আগের রাতে দিঘার সমুদ্র উত্তাল। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে সৈকত সরণিতে। সৈকত সরণিতে দাঁড়িয়ে পর্যটকেরা জলোচ্ছ্বাসে ভিজল গরমের হাত থেকে স্বস্তি পেতে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তীব্র গরম সঙ্গে তাপপ্রবাহ চলছে।
পূর্ব মেদিনীপুর জেলাতেও তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। দিঘাতেও তীব্র গরম ও দাবদাহ চলছে। গরমের হাত থেকে রেহাই পেতে বৃষ্টির অপেক্ষায় মানুষ। দিঘায় তীব্র গরম ও দাবদাহের কারণে পুলিশ প্রশাসন থেকে মাইকিং করে সাধারণ মানুষ ও পর্যটকদের সতর্ক করা হচ্ছে দুপুরের পরে পর্যটক ও দিঘার সাধারণ মানুষ বাইরে না বেরোয়। ফলে দিঘায় বেড়াতে এসেও দুপুরের পর কার্যত হোটেলে বন্দি পর্যটকেরা। দিঘায় আসা পর্যটকদের স্বস্তি দিল রাতের তীব্র জলোচ্ছ্বাস।
advertisement
advertisement
আরও পড়ুনঃ আজ ৫ জেলায় তাপপ্রবাহে লাল সর্তকতা, শুক্রবার থেকে কমবে তাপমাত্রা, বৃষ্টি নামবে জেলায় জেলায়
অমাবস্যার আগের রাতে অর্থাৎ বুধবার দিন রাতের বেলায় তীব্র জলোচ্ছ্বাস দেখা যায় সমুদ্রে। জোয়ারের সঙ্গে সঙ্গেই বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ে দিঘার সৈকত সরণীতে। আর এই বছরের প্রথম জলোচ্ছ্বাস দেখে উল্লাসিত হয়ে পড়ে পর্যটকেরা।
advertisement
বছরের প্রথম জলোচ্ছ্বাসে ভিজে স্বস্তির স্নান সারল দিঘায় আসা পর্যটকরা। হাওয়া ও অমাবস্যার জোয়ারের টানে তীব্র জলোচ্ছ্বাস দেখা যায় দিঘায়। জলোচ্ছ্বাসের বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ে সৈকত সরণিতে, মজা উপভোগ করতে সৈকত সরণিতে ভিড় জমায় পর্যটকেরা।
পর্যটকেরা গার্ডওয়ালে বসে জলোচ্ছ্বাসের মজা উপভোগ করে। একদিকে তীব্র গরম ও দাবদাহের হাত থেকে স্বস্তি পেতে রাতের জলোচ্ছ্বাসের স্নান করে পর্যটকেরা। জলোচ্ছ্বাসের সময় বহু পর্যটক সৈকত সরণিতে ভিড় জমায়। ফলে নিরাপত্তার কারণে দিঘায় সৈকত সরণিতে সতর্ক ছিল পুলিশ।
advertisement
Saikat Shee
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 20, 2023 2:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha| Latest Weather Forecast|| ব্যাপক উত্তাল সমুদ্র, বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে পাড়ে, দিঘায় তীব্র জলোচ্ছ্বাস, ভয়ঙ্কর ভিডিও