হোম » ছবি » পশ্চিম বর্ধমান » আজ ৫ জেলায় তাপপ্রবাহে লাল সর্তকতা, শুক্রবার থেকে কমবে তাপমাত্রা, বৃষ্টি নামবে

Rain Alert| Major Heatwave|| আজ ৫ জেলায় তাপপ্রবাহে লাল সর্তকতা, শুক্রবার থেকে কমবে তাপমাত্রা, বৃষ্টি নামবে জেলায় জেলায়

  • 110

    Rain Alert| Major Heatwave|| আজ ৫ জেলায় তাপপ্রবাহে লাল সর্তকতা, শুক্রবার থেকে কমবে তাপমাত্রা, বৃষ্টি নামবে জেলায় জেলায়

    *উত্তরবঙ্গে দেখা পাওয়া গিয়েছে বৃষ্টির। তবে দক্ষিণে এখনও অধরা স্বস্তি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় ব্যাপক ব্যাপক তাপপ্রবাহের দাপট থাকবে। ফাইল ছবি।

    MORE
    GALLERIES

  • 210

    Rain Alert| Major Heatwave|| আজ ৫ জেলায় তাপপ্রবাহে লাল সর্তকতা, শুক্রবার থেকে কমবে তাপমাত্রা, বৃষ্টি নামবে জেলায় জেলায়

    *তালিকায় পশ্চিম বর্ধমান ছাড়াও রয়েছে পূর্ব বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া। তবে আগামীকাল শুক্রবার কিছুটা নামবে তাপমাত্রার পারদ। সপ্তাহ শেষে দেখা পাওয়া যেতে পারে বৃষ্টির। ফাইল ছবি।

    MORE
    GALLERIES

  • 310

    Rain Alert| Major Heatwave|| আজ ৫ জেলায় তাপপ্রবাহে লাল সর্তকতা, শুক্রবার থেকে কমবে তাপমাত্রা, বৃষ্টি নামবে জেলায় জেলায়

    *কিন্তু বৃষ্টি হলেও পুরোপুরি স্বস্তি মিলবে এমনটা নয়। বৃষ্টির জেরে তাপমাত্রা দু-তিন ডিগ্রি নামতে পারে। এমনটা আশা দিয়েছে হাওয়া অফিস। যদিও ৪৪ এর কোঠায় থাকা জেলাগুলিতে তাপমাত্রা আগামীকাল শুক্রবার থেকে কিছুটা নামবে বলে আশা করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। ফাইল ছবি।

    MORE
    GALLERIES

  • 410

    Rain Alert| Major Heatwave|| আজ ৫ জেলায় তাপপ্রবাহে লাল সর্তকতা, শুক্রবার থেকে কমবে তাপমাত্রা, বৃষ্টি নামবে জেলায় জেলায়

    *উত্তরবঙ্গের মানুষ অনেকটা স্বস্তি পাবেন। শনি, রবি, সোমবারের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং উপকূলবর্তী জেলা গুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। ফাইল ছবি।

    MORE
    GALLERIES

  • 510

    Rain Alert| Major Heatwave|| আজ ৫ জেলায় তাপপ্রবাহে লাল সর্তকতা, শুক্রবার থেকে কমবে তাপমাত্রা, বৃষ্টি নামবে জেলায় জেলায়

    *আলিপুর আবহাওয়া দফতর বিশেষ বুলেটিনে জানিয়েছে, আজ বৃহস্পতিবার ব্যাপক লু বইবে পাঁচটি জেলায়। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং ঝাড়গ্রামে লু-এর আশঙ্কা থেকে লাল সর্তকতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা গুলির জন্য রয়েছে কমলা সতর্কতা। ফাইল ছবি।

    MORE
    GALLERIES

  • 610

    Rain Alert| Major Heatwave|| আজ ৫ জেলায় তাপপ্রবাহে লাল সর্তকতা, শুক্রবার থেকে কমবে তাপমাত্রা, বৃষ্টি নামবে জেলায় জেলায়

    *সর্বোচ্চ তাপমাত্রার দিক থেকে বুধবারেও রেকর্ড গড়েছে বাঁকুড়া। একদম পিছনেই রয়েছে পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমানের পানাগড়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস। আসানসোলে ছিল ৪৩.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫.৬° বেশি। ফাইল ছবি।

    MORE
    GALLERIES

  • 710

    Rain Alert| Major Heatwave|| আজ ৫ জেলায় তাপপ্রবাহে লাল সর্তকতা, শুক্রবার থেকে কমবে তাপমাত্রা, বৃষ্টি নামবে জেলায় জেলায়

    *বাঁকুড়ায় তাপমাত্রা ছিল ৪৪.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৬.১ ডিগ্রি বেশি। এ ছাড়াও পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুরে ৪৩ ডিগ্রির ঘরে ছিল তাপমাত্রার পারদ। ফাইল ছবি।

    MORE
    GALLERIES

  • 810

    Rain Alert| Major Heatwave|| আজ ৫ জেলায় তাপপ্রবাহে লাল সর্তকতা, শুক্রবার থেকে কমবে তাপমাত্রা, বৃষ্টি নামবে জেলায় জেলায়

    *হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কাল শুক্রবার পশ্চিম বর্ধমানের পানাগড়, আসানসোলে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে নামতে পারে। কিছুটা পতন হতে পারে তাপমাত্রার পারদে। একই সঙ্গে তাপপ্রবাহ থেকে কিছুটা মুক্তি মিলতে পারে। ফাইল ছবি।

    MORE
    GALLERIES

  • 910

    Rain Alert| Major Heatwave|| আজ ৫ জেলায় তাপপ্রবাহে লাল সর্তকতা, শুক্রবার থেকে কমবে তাপমাত্রা, বৃষ্টি নামবে জেলায় জেলায়

    *কিন্তু তাপপ্রবাহ পরিস্থিতি থেকে এখনই মুক্তি মিলবে না। অন্যদিকে দুই মেদিনীপুরে শুক্রবার বিকেলের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনি থেকে সোমবারের মধ্যে বৃষ্টিপাত হতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। ফাইল ছবি।

    MORE
    GALLERIES

  • 1010

    Rain Alert| Major Heatwave|| আজ ৫ জেলায় তাপপ্রবাহে লাল সর্তকতা, শুক্রবার থেকে কমবে তাপমাত্রা, বৃষ্টি নামবে জেলায় জেলায়

    *আবহবিদরা মনে করছেন, আগামী সোমবার পশ্চিম বর্ধমান জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে। স্বাভাবিকভাবেই বলা যায়, উত্তরবঙ্গে কিছুটা স্বস্তির দেখা পাওয়া গেলেও, পশ্চিম বর্ধমান এবং আশপাশের জেলাগুলিকে আগামী কয়েকদিন এখনও অস্বস্তির সঙ্গে লড়াই চালিয়ে যেতে হবে। ফাইল ছবি।

    MORE
    GALLERIES