Dibyenu Adhikari: দিঘা যাওয়ার রাস্তায় মরণফাঁদ! বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন সাংসদ দিব্যেন্দু অধিকারী

Last Updated:

এ দিন রাতে তমলুক থেকে কাঁথিতে নিজের বাড়ির দিকেই ফিরছিলেন দিব্যেন্দু অধিকারী৷ তখনই ১১৬বি দিঘা- নন্দকুমার জাতীয় সড়কের উপরে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি৷

#তমলুক: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন সাংসদ দিব্যেন্দু অধিকারী৷ এ দিন রাতে তমলুক থেকে কাঁথির দিকে যাচ্ছিলেন দিব্যেন্দু অধিকারী৷ সেই সময়ই উল্টো দিক থেকে আসা একটি ট্রাক তাঁর গাড়িতে ধাক্কা মারে বলে অভিযোগ৷ যদিও দুর্ঘটনায় সেভাবে আঘাত লাগেনি তমলুকের সাংসদের৷ যদিও তাঁর গাড়ির বেশ কিছুটা ক্ষতি হয়েছে বলে খবর৷
এ দিন রাতে তমলুক থেকে কাঁথিতে নিজের বাড়ির দিকেই ফিরছিলেন দিব্যেন্দু অধিকারী৷ তখনই ১১৬বি দিঘা- নন্দকুমার জাতীয় সড়কের উপরে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি৷ অভিযোগ, উল্টো দিকে থেকে বেপরোয়া গতিতে আসা একটি লরি দিব্যেন্দু অধিকারীর গাড়িতে ধাক্কা মারে৷ যদিও দুর্ঘটনার পরেই লরি নিয়ে গা ঢাকা দেয় লরির চালক৷ ঘাতক লরিটির খোঁজ শুরু করেছে পুলিশ৷
advertisement
দুর্ঘটনায় গাড়ির ক্ষতি হলেও ঘটনাস্থল থেকে ওই গাড়িতেই কাঁথির উদ্দেশ্যে রওনা দেন দিব্যেন্দু৷ ১১৬বি জাতীয় সড়কটি যথেষ্টই দুর্ঘটনাপ্রবণ৷ দিঘা, মন্দারমণি যাওয়া বা ফেরার পথে বহু পর্যটকও এই রাস্তার দুর্ঘটনার কবলে পড়েছেন৷ এ বার বরাতজোরে রক্ষা পেলেন তমলুকের সাংসদ নিজেই৷ জাতীয় সড়ক হলেও দুই রাস্তা সংকীর্ণ হওয়ার কারণেই নিয়মিত দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dibyenu Adhikari: দিঘা যাওয়ার রাস্তায় মরণফাঁদ! বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন সাংসদ দিব্যেন্দু অধিকারী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement