Dibyenu Adhikari: দিঘা যাওয়ার রাস্তায় মরণফাঁদ! বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন সাংসদ দিব্যেন্দু অধিকারী

Last Updated:

এ দিন রাতে তমলুক থেকে কাঁথিতে নিজের বাড়ির দিকেই ফিরছিলেন দিব্যেন্দু অধিকারী৷ তখনই ১১৬বি দিঘা- নন্দকুমার জাতীয় সড়কের উপরে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি৷

#তমলুক: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন সাংসদ দিব্যেন্দু অধিকারী৷ এ দিন রাতে তমলুক থেকে কাঁথির দিকে যাচ্ছিলেন দিব্যেন্দু অধিকারী৷ সেই সময়ই উল্টো দিক থেকে আসা একটি ট্রাক তাঁর গাড়িতে ধাক্কা মারে বলে অভিযোগ৷ যদিও দুর্ঘটনায় সেভাবে আঘাত লাগেনি তমলুকের সাংসদের৷ যদিও তাঁর গাড়ির বেশ কিছুটা ক্ষতি হয়েছে বলে খবর৷
এ দিন রাতে তমলুক থেকে কাঁথিতে নিজের বাড়ির দিকেই ফিরছিলেন দিব্যেন্দু অধিকারী৷ তখনই ১১৬বি দিঘা- নন্দকুমার জাতীয় সড়কের উপরে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি৷ অভিযোগ, উল্টো দিকে থেকে বেপরোয়া গতিতে আসা একটি লরি দিব্যেন্দু অধিকারীর গাড়িতে ধাক্কা মারে৷ যদিও দুর্ঘটনার পরেই লরি নিয়ে গা ঢাকা দেয় লরির চালক৷ ঘাতক লরিটির খোঁজ শুরু করেছে পুলিশ৷
advertisement
দুর্ঘটনায় গাড়ির ক্ষতি হলেও ঘটনাস্থল থেকে ওই গাড়িতেই কাঁথির উদ্দেশ্যে রওনা দেন দিব্যেন্দু৷ ১১৬বি জাতীয় সড়কটি যথেষ্টই দুর্ঘটনাপ্রবণ৷ দিঘা, মন্দারমণি যাওয়া বা ফেরার পথে বহু পর্যটকও এই রাস্তার দুর্ঘটনার কবলে পড়েছেন৷ এ বার বরাতজোরে রক্ষা পেলেন তমলুকের সাংসদ নিজেই৷ জাতীয় সড়ক হলেও দুই রাস্তা সংকীর্ণ হওয়ার কারণেই নিয়মিত দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dibyenu Adhikari: দিঘা যাওয়ার রাস্তায় মরণফাঁদ! বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন সাংসদ দিব্যেন্দু অধিকারী
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement