Covid 19 Restrictions in West Bengal: আগের মতোই স্বাভাবিক হল কামারপুকুর মঠ, সুখবর ভক্তদের জন্য! মিলবে প্রসাদও
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
মঠের পক্ষ থেকে অধ্যক্ষ স্বামী লোকত্তরানন্দজি মহারাজ এই কথা ঘোষণা করেছেন। মঠে নোটিসও জারি করা হয়েছে (Kamarpukur Math)।
#কামারপুকুর: আজ থেকেই রাজ্যে করোনার যাবতীয় বিধিনিষেধ (Covid 19 Restrictions in West Bengal) তুলে নেওয়া হয়েছে৷ আর রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিতেই কামারপুকুর (Kamarpukur) মঠেও যাবতীয় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল৷ আজ শুক্রবার থেকে আগের মতোই মঠে প্রবেশে করতে পারবেন ভক্তরা৷
করোনার আগে কামারপুকুর মঠের ভিতরে বসেই নাম, জপ, ধ্যান করতেন বহু ভক্ত৷ করোনা অতিমারির জন্য যা বন্ধ হয়ে যায়৷ মঠ কর্তৃপক্ষ জানিয়েছে আগের মতোই ভক্তরা মঠের ভিতরেই নাম, জপ, ধ্যান করতে পারবেন৷
advertisement
advertisement
সবথেকে বড় কথা, আগের মতোই প্রসাদ গ্রহণ করতে পারবেন ভক্তরা৷ দূর দূরান্ত থেকে কামারপুকুরে আসা ভক্তদের অনেকেইগত দু' বছরে প্রসাদ না পেয়ে ফিরে যেতেন৷ তবে প্রসাদ পেতে গেলে নির্দিষ্ট সময়ে এসে মঠে নাম লেখাতে হবে৷
advertisement
মঠের পক্ষ থেকে অধ্যক্ষ স্বামী লোকত্তরানন্দজি মহারাজ এই কথা ঘোষণা করেছেন। মঠে নোটিসও জারি করা হয়েছে। এই খবরে স্বাভাবিক ভাবেই খুশি ভক্তরা। পাশাপাশি কামারপুকুর মঠের আশেপাশে থাকা হোটেল, লজের ব্যবসায়ীরাও খুশি৷ কারণ নানা রকম বিধিনিষেধ থাকায় বহু ভক্তই ইচ্ছে থাকলেও কামারপুকুরে আসছিলেন না৷ এ বার তাই সুদিন ফেরার আশায় ব্যবসায়ীরাও৷
advertisement
প্রসঙ্গত, বৃহস্পতিবারই রাজ্য সরকার জানিয়ে দিয়েছে, রাজ্যে করোনা সংক্রান্ত কোনও বিধিনিষেধ আর থাকছে না৷ তবে মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহারের মতো অভ্যাস বজায় রাখতে হবে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 01, 2022 3:20 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Covid 19 Restrictions in West Bengal: আগের মতোই স্বাভাবিক হল কামারপুকুর মঠ, সুখবর ভক্তদের জন্য! মিলবে প্রসাদও