North 24 Parganas News: পুড়ে ছাই ঘর, বাইক, পোষ্য! হিঙ্গলগঞ্জে আগুনে ছারখার চারদিক, ধ্বংস কয়েকলক্ষ টাকা
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
Last Updated:
আগুনে ভস্মীভূত বাইক ও ঘর, মৃত একাধিক পোষ্য প্রাণী। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার মঠবাড়ি গ্রামের ঘটনা।
হিঙ্গলগঞ্জ: আগুনে ভস্মীভূত বাইক ও ঘর, মৃত একাধিক পোষ্য প্রাণী। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার মঠবাড়ি গ্রামের ঘটনা।
স্থানীয় সুত্রে জানা যায়, হিঙ্গলগঞ্জের মঠবাড়ি গ্রাম এলাকার মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে ঘরে হঠাৎই আগুন লেগে যায়, তার চিৎকারে প্রতিবেশীরা আগুন নেভানোর কাজ করলেও, শেষ রক্ষা হয়নি একটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। সেখানে রাখা একটি বাইক আগুনে পুড়ে যাও ও কয়েকটি পোষ্য হাঁস, মুরগি অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়।
advertisement
advertisement
আগুনে ভষ্মীভূত হয়ে যাওয়ার ফলে ক্ষতি হয়েছে প্রায় কয়েক লক্ষ টাকা। এই আগুন দ্রুত ছড়িয়ে গেলেও, গ্রামের মানুষ আগুন নেভানোর কাজে হাত লাগায়। ঘটনার ফলে দমকলের ইঞ্জিন আসার আগেই পুড়ে ছাই হয়ে যায়।
ঘরটি বড়সড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেল গ্রামের একাধিক বাড়ি। শর্ট সার্কিট থেকে আগুন লাগল! নাকি অন্তর্ঘাত না কেউ আগুন লাগিয়ে দিল! নাকি এর পিছনে অন্য কোনও কারণ কিংবা প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে কিনা সেটাও প্রশ্নচিহ্নের মুখে।
advertisement
জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 13, 2024 6:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: পুড়ে ছাই ঘর, বাইক, পোষ্য! হিঙ্গলগঞ্জে আগুনে ছারখার চারদিক, ধ্বংস কয়েকলক্ষ টাকা