Dev Deepawali: দেব দীপাবলিতে গঙ্গা জুড়ে আলোর মেলা! লক্ষ দ্বীপ জ্বালাতে হাজারো ভক্তের ঢল, হাওড়ার বঙ্গেশ্বর মহাদেব মন্দিরের আরতি দেখুন

Last Updated:

Dev Deepawali 2025: বারাণসীর আদলে হাওড়ার বঙ্গেশ্বর মহাদেব মন্দিরে সাড়ম্বরে আয়োজিত হল দেব দীপাবলি। গঙ্গা নদীর পশ্চিম পাড়ে লক্ষ দীপ জ্বালিয়ে হল পার্থনা ও আরতি। হাজার হাজার মানুষ এদিন সন্ধ্যায় ভিড় জমিয়েছিলেন মন্দির প্রাঙ্গণে। 

+
হাওড়ার

হাওড়ার গঙ্গা পাড়ে দেব দীপাবলি উদযাপন

হাওড়া, রাকেশ মাইতি: দেব দীপাবলির আলোক উৎসবে হুগলি নদীর পশ্চিম পাড়ে সমবেত হাজার হাজার মানুষ। গঙ্গা নদীর পশ্চিম পাড়ে লক্ষ দীপ জ্বালিয়ে হল পার্থনা ও আরতি। এই দিন সকল নদী ঘাটগুলিতে একই চিত্র। গত কয়েক বছরের মতো এবারও হাওড়ার বাঁধাঘাট বঙ্গেশ্বর মহাদেব মন্দিরে সাড়ম্বরে দেব দীপাবলি আয়োজিত হয়। এদিন দেব দীপাবলি উপলক্ষে হাজারো মানুষ উপস্থিত হয়েছেন হাওড়া বঙ্গেশ্বর মহাদেব মন্দিরে।
দীপ দীপাবলি বা দেব দীপাবলি হল কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে সন্ধ্যায় দীপ জ্বালিয়ে উৎসব পালন। এই উৎসব ভারতের উত্তরপ্রদেশের বারাণসীতে দারুণভাবে উদযাপিত হয়। সেই মত হাওড়ার নদীপাড়েও এই উৎসবে সামিল হয় হাজার হাজার মানুষ। হুগলি নদীর পশ্চিম পাড়ে লক্ষ লক্ষ দ্বীপ জ্বলে ওঠে সন্ধ্যায়। এদিনে হাওড়ায় হুগলি তীরবর্তী বঙ্গেশ্বর মহাদেব মন্দিরে রীতিমত মানুষের ঢল নামে।
advertisement
আরও পড়ুনঃ তিনিই এখন ব্র্যান্ড! তাঁর নামেই পুরুলিয়ার প্রসিদ্ধ মিষ্টির নামকরণ ‘শিশিরের পেঁড়া’, স্বাদে-গন্ধে অতুলনীয়, জেলার গণ্ডি পেরিয়ে চেটেপুটে খাচ্ছে বিদেশিরাও
দেব দীপাবলির দিন বঙ্গেশ্বর মহাদেব মন্দির সেজে ওঠে। এবার চতুর্থ বর্ষে আরও আকর্ষণীয়ভাবে সাজিয়ে তোলা হয়েছে। চতুর্দিক পুষ্প এবং দ্বীপের আলোয় সাজানো হয়। আরতি, মন্ত্র পাঠ এবং দীপ জ্বালানো হয়। এদিনে হাজার হাজার মানুষ হাজির হয় মন্দির প্রাঙ্গণে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বাঘমুন্ডির সিভিক ভলান্টিয়ারের শিল্পী সত্ত্বায় মুগ্ধ জঙ্গলমহল! ললিতের বাহারি ছৌ মুখোশ চোখ টানছে পর্যটকদেরও, বছর শেষে ধরা দেন মা লক্ষ্মী
এই মন্দিরের নদী পাড়ে পঞ্চশীরের বিশাল আকৃতির শিব মূর্তি ছাড়াও বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে। সারা বছর অসংখ্য ভক্ত সমাগম ঘটে। সারা বাংলা ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন ভক্তরা। এই দেব দীপাবলিতে মন্দির চত্বরে বিপুল ভক্ত সমাগম বা মানুষের উপস্থিতি থাকে। এককথায় তিল ধারণের জায়গা থাকে না।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ প্রসঙ্গে এক মন্দির কর্তৃপক্ষ প্রভুনাথ তিওয়ারি জানান, দীপ দীপাবলিতে হিন্দু শাস্ত্র মতে স্বর্গ থেকে দেবদেবীর মর্তে আগমন ঘটে। তাই দেবদেবীর আহ্বানে দীপ জ্বালানোর রীতি রয়েছে। সেই রীতিমতোই হাওড়ার বঙ্গেশ্বর মহাদেব মন্দিরে দিওয়ালি পালিত হয়। এই উৎসবকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের আগমন ঘটে এবং মন্দিরের সঙ্গে যুক্ত বিশিষ্ট মানুষজনও হাজির হন এদিন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dev Deepawali: দেব দীপাবলিতে গঙ্গা জুড়ে আলোর মেলা! লক্ষ দ্বীপ জ্বালাতে হাজারো ভক্তের ঢল, হাওড়ার বঙ্গেশ্বর মহাদেব মন্দিরের আরতি দেখুন
Next Article
advertisement
প্রখ্যাত ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার এবং ফটোগ্রাফার অনুনয় সুদ প্রয়াত, বয়স হয়েছিল ৩২
প্রখ্যাত ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার এবং ফটোগ্রাফার অনুনয় সুদ প্রয়াত, বয়স হয়েছিল ৩২
  • প্রয়াত অনুনয় সুদ

  • প্রখ্যাত ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার এবং ফটোগ্রাফার

  • বয়স হয়েছিল ৩২

VIEW MORE
advertisement
advertisement