Krishnanagar Murder Update: ঈশিতাকে খুনের পর চেয়ারে বসে কার জন্য অপেক্ষা? দেশরাজের ঠান্ডা মাথায় তাজ্জব পুলিশও

Last Updated:

কৃষ্ণনগর কাণ্ডের পর পাঁচ দিন পেরিয়ে গেলেও অভিযুক্ত দেশরাজ সিংয়ের নাগাল পায়নি পুলিশ৷

ঈশিতা খুনে অভিযুক্ত তাঁরই প্রাক্তন প্রেমিক দেশরাজ৷
ঈশিতা খুনে অভিযুক্ত তাঁরই প্রাক্তন প্রেমিক দেশরাজ৷
সমীর রুদ্র, কৃষ্ণনগর: গত সোমবার দুপুরে কৃষ্ণনগরে কলেজ ছাত্রী ঈশিতা মল্লিককে বাড়িতে ঢুকে খুন করে কাঁচরাপাড়ার বাসিন্দা দেশরাজ সিং৷ তার পর পাঁচ দিন কেটে গেলেও এখনও দেশরাজের খোঁজ পায়নি পুলিশ৷ এবার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর তথ্য এল পুলিশের হাতে৷
পুলিশ সূত্রে খবর, সোমবার দুপুরে মানিকপাড়ার বাড়ির দোতলায় উঠে ঈশিতা মল্লিককে পর পর গুলি করে খুন করে দেশরাজ৷ কিন্তু খুনের পর সঙ্গে সঙ্গে পালিয়ে না গিয়ে দোতলার বারান্দার চেয়ারেই বসেছিল সে! ঈশিতার মা এবং ভাইয়ের বয়ান থেকেই এই তথ্য মিলেছে বলে পুলিশ সূত্রে খবর৷
প্রেমিকাকে গুলি করে খুনের পর না পালিয়ে গিয়ে কেন চেয়ারে বসে অপেক্ষা করছিল দেশরাজ? তদন্তকারীরা মনে করছেন, সবরকম খবর নিয়ে নিখুঁত ছক এঁটে সোমবার দুপুরে ঈশিতার বাড়িতে হানা দিয়েছিল দেশরাজ৷ সে জানত, ওই সময় ঈশিতার বাবা অফিসে থাকেন৷ ঈশিতার মা তাঁর ভাইকে স্কুল থেকে আনতে যান৷ ঈশিতার দাদু একতলায় থাকলেও হাঁটাচলায় অসুবিধা রয়েছে তাঁর৷ তাই প্রায় ফাঁকা বাড়িতে খোলা গেট দিয়ে দোতলায় উঠে আসতে সমস্যা হয়নি দেশরাজের৷ প্রায় বিনা বাধায় ঈশিতাকে খুন করে সে৷
advertisement
advertisement
কিন্তু সম্ভবত খুনের পরই দোতলার বারান্দা থেকে সে দেখতে পায়, নীচে ঈশিতার ভাইকে স্কুল থেকে নিয়ে ফিরে এসেছেন তাঁর মা৷ তখনই না পালিয়ে দোতলায় অপেক্ষার সিদ্ধান্ত নেয় দেশরাজ৷ কারণ, সেই সময় পালাতে গেলে নীচে উঠোনের উপরেই ঈশিতার মা এবং ভাইয়ের মুখোমুখি হত সে৷ তখন চিৎকার, চেঁচামেচিতে তার ধরা পড়ার সম্ভাবনা বাড়ত৷ তাই নীচে না নেমে ঈশিতার মা এবং ভাইয়ের জন্য উপরেই অপেক্ষা করতে থাকে সে৷ যাতে ওই দু জন উপরে এলে তাঁদেরও গুলি করে খুন করা যায়৷ সেক্ষেত্রে ঈশিতাকে খুনের কোনও সাক্ষীই জীবিত থাকতেন না৷ দেশরাজেরও ধরা পড়ার সম্ভাবনা কমত৷
advertisement
ঈশিতার মা এবং ভাই উপরে আসতে তাঁদের লক্ষ্য করেও গুলি চালানোর চেষ্টা করে দেশরাজ৷ কিন্তু কোনও কারণে সেই সময় বন্দুক থেকে গুলি বেরোয়নি৷ এর পরই সিঁড়ি দিয়ে নীচে নেমে এসে পালিয়ে যায় দেশরাজ৷ খুনের পরেও দেশরাজের এই ঠান্ডা মাথায় নতুন পরিকল্পনা দেখে তাজ্জব হয়ে গিয়েছেন পুলিশকর্তারাও!
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Krishnanagar Murder Update: ঈশিতাকে খুনের পর চেয়ারে বসে কার জন্য অপেক্ষা? দেশরাজের ঠান্ডা মাথায় তাজ্জব পুলিশও
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement