Dengue Death: রক্তপরীক্ষার রিপোর্টে ডেঙ্গি, ডেথ সার্টিফিকেটে অন্য কারণ! বারাসতে চাঞ্চল্যকর কাণ্ড
- Published by:Raima Chakraborty
- local18
Last Updated:
Dengue Death: রক্তপরীক্ষার রিপোর্টে ডেঙ্গি পজেটিভ আসে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছিল। তাহলে ডেথ সার্টিফিকেটে এ কী লেখা?
বারাসাত: এবার ডেঙ্গি আক্রান্ত হয়ে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ। হাসপাতালের তরফে মৃত্যুর শংসাপত্রে সেফটিসেমিয়া লেখা হয়েছে। পরিবারের দাবি, ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।
মৃতের নাম জেসমিরা বিবি, বয়স ৩১। তাঁর বাড়ি মধ্যমগ্রামের ইছাপুর-নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুর গ্রামে। জেসমিনের মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। মৃতার দাদা আব্দুল কাসেম মণ্ডলের দাবি, কয়েকদিন আগে বোনকে হাসপাতালে নিয়ে আসা হয় জ্বর নিয়ে। তারপর রক্ত পরীক্ষা করার পর ডেঙ্গি ধরা পড়ে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে ভর্তি করা হয়।
advertisement
advertisement
রবিবার বোনের মৃত্যু হলে, রক্তপরীক্ষার রিপোর্টে ডেঙ্গি পজেটিভ আসে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছিল। ঠিক একই ভাবে গত ১৪ জুলাই বারাসাত পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের ১৩ বছর বয়সী এক নাবালিকায় ডেঙ্গিতে মৃত্যু হয়েছিল। সেক্ষেত্রে রক্তের রিপোর্টে ডেঙ্গির উল্লেখ থাকলেও ডেথ সার্টিফিকেটে সেফটিক সক বলে মৃত্যুর কারণ উল্লেখ করা হয়।
advertisement
আরও পড়ুন: ‘আমাকে সরিয়ে আরও বেশি লুটপাট হবে’, তৃণমূলের শোকজ পেয়ে বিস্ফোরক হুমায়ুন কবীর
একের পর এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর খবরে রাজ্যে শোরগোল পড়েছে। বিরোধীদের অভিযোগ, রাজ্য সরকার ডেঙ্গি মৃত্যুর তথ্য গোপন করছে এবং তাতেই বিপদ বাড়ছে সাধারণ মানুষের।
জিয়াউল আলম
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 30, 2023 11:20 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dengue Death: রক্তপরীক্ষার রিপোর্টে ডেঙ্গি, ডেথ সার্টিফিকেটে অন্য কারণ! বারাসতে চাঞ্চল্যকর কাণ্ড