Dengue Death: ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু বিজেপি নেতার বৃদ্ধা মায়ের, আসানসোলে শোরগোল

Last Updated:

Dengue Death: চন্দনা দেবীর মৃত্যু হয়েছে সেপটিক শকের কারণে। যে কথা লেখা রয়েছে ডেথ সার্টিফিকেটে। সেখানে সেপটিক শকের জন্য যে আটটি কারণ উল্লেখ করা হয়েছে, তার অন্যতম ডেঙ্গি।

+
ডেঙ্গিতে

ডেঙ্গিতে মৃত্যু

আসানসোল: ফের ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু আসানসোলে। ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল ৬৫ বছরের এক মহিলার। মৃতার নাম চন্দনা চট্টোপাধ্যায়। যিনি আসানসোল জেলা বিজেপির সাংগঠনিক সভাপতির মা। মৃতার ছেলে তথা বিজেপি নেতা বাপ্পা চট্টোপাধ্যায় জানিয়েছেন, তাঁর মা নিউমোনিয়া আক্রান্ত হয়েছিলেন। তখন তাঁকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।
সেখানে চিকিৎসা চলার পর জানা যায় তাঁর মা ডেঙ্গিতে আক্রান্ত রয়েছেন। মৃতার ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে রয়েছে ডেঙ্গির উল্লেখ। এমনটাই জানিয়েছেন তিনি। জানা গিয়েছে, চন্দনা দেবীর মৃত্যু হয়েছে সেপটিক শকের কারণে। যে কথা লেখা রয়েছে ডেথ সার্টিফিকেটে। সেখানে সেপটিক শকের জন্য যে আটটি কারণ উল্লেখ করা হয়েছে, তার অন্যতম ডেঙ্গি। আর এই ঘটনার পর বিজেপি নেতা তথা মৃতার ছেলে তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন।
advertisement
advertisement
আরও পড়ুন: সেদিন গায়ে ধুম জ্বর নিয়েই অনিলের সঙ্গে রোম্যান্সে মেতেছিলেন শ্রীদেবী, বনির না শোনেননি! বলিউড ভুলতে পারবে না
ক্ষোভ উগড়ে দিয়েছেন পুরনিগমের ভূমিকা নিয়ে। বলেছেন, ডেঙ্গি নিয়ন্ত্রণের জন্য সেই ভাবে সদর্থক ভূমিকা পালন করছে না আসানসোল পৌরনিগম। তাঁর আরও অভিযোগ, ঠিকমতো সাফাই হচ্ছে না। স্যানিটাইজেশন হচ্ছে না। ডেঙ্গি নিয়ন্ত্রণের জন্য যে যে পদক্ষেপ গুলি করা উচিত, সেই সব করতে বিশেষ ভাবে দেখা পাওয়া যাচ্ছে না পুরনিগমের কর্মীদের।
advertisement
শোকস্তব্ধ ছেলে শোকস্তব্ধ ছেলে
আরও পড়ুন: পায়ের ব্যথায় কাবু? হলুদ-সবুজ কলা ছেড়ে লাল কলা খান, শরীরের এমন উপকার ভাবতেও পারবেন না!
অন্যদিকে, এই ঘটনার পর বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন। সেখানে ডেঙ্গি নিয়ন্ত্রণের জন্য আসানসোল পুরনিগমকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন তিনি। একই সঙ্গে বলেছেন, যাতে আসানসোল পুরনিগম এলাকায় সম্পূর্ণ বিনামূল্যে সবাই রক্ত পরীক্ষা করাতে পারেন, সেই ব্যবস্থা করতে হবে। একইসঙ্গে ডেঙ্গি নিয়ন্ত্রণের জন্য মশা দমন করতে হবে। তার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে পুরনিগমের জনপ্রতিনিধি ও আধিকারিকদের।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dengue Death: ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু বিজেপি নেতার বৃদ্ধা মায়ের, আসানসোলে শোরগোল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement