Low Pressure In Bangladesh: নিম্নচাপ ভ্যানিশ হতেই দক্ষিণবঙ্গে লাফিয়ে লাফিয় বাড়ছে তাপমাত্রা, সঙ্গে আর্দ্রতা, কী হবে এবার
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Low Pressure In Bangladesh: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা!
দিঘা: অতি গভীর নিম্নচাপ বাংলাদেশে ঢুকে শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত। এর অবস্থান উত্তর বাংলাদেশ ও মেঘালয় সংলগ্ন এলাকা। এটি আরো শক্তি হারিয়ে উত্তর-পূর্ব ভারতের রাজ্যে ঢুকে পড়বে। এর কিছুটা প্রভাব উত্তরবঙ্গে থাকলেও দক্ষিণবঙ্গে আর কোনও প্রভাব নেই।
একদিকে বাংলাদেশে নিম্নচাপ অন্যদিকে সময়ের আগে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায়। এই দুই এর প্রভাবে রাজ্যের উত্তর থেকে দক্ষিণবঙ্গ প্রাক বর্ষার বৃষ্টিতে ভিজবে।
দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা সহ বেশ কিছু জেলায় বুধবারের পাশাপাশি বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। অতিভারী বৃষ্টির সর্তকতা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলায়। সেই সঙ্গে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে ঝড়ো হওয়া।
advertisement
advertisement
হাওয়া অফিসের রিপোর্টে জানা যায় বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ বাংলাদেশের ওপর নিম্নচাপ হয়ে অবস্থান করছে৷ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার জেলা জুড়ে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি। এই মুহূর্তে বৃষ্টির জেরে সতর্কতা নেই৷ Input- Saikat Shee
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 30, 2025 8:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Low Pressure In Bangladesh: নিম্নচাপ ভ্যানিশ হতেই দক্ষিণবঙ্গে লাফিয়ে লাফিয় বাড়ছে তাপমাত্রা, সঙ্গে আর্দ্রতা, কী হবে এবার