Howrah News: চিরাচরিত মাটির জালায় রঙের প্রলেপ! গরমে রঙিন বোতল ও কুঁজোর চাহিদা বাড়ছে
- Published by:Sipra Roy
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
মাটির পাত্রে রঙিন সাজে মুগ্ধ মানুষ, গরমে স্বস্তি পেতে মাটির পাত্র-ই ভরসা! আবার ফিরছে অতীতের ঐতিহ্য,দাবদাহে গেরস্থের ঘরে বিকোচ্ছে মাটির কুঁজো-বোতল।
হাওড়া: প্রযুক্তির যুগেও স্বমহিমায় ফিরছে মাটির জালা, কুঁজো। গরম পড়তেই বিভিন্ন দোকানে এই জালা ও কুঁজো দেদার বিক্রি হচ্ছে। এর মধ্যে মাটির তৈরি পেন্টেড জলের বোতলের চাহিদাও দারুণ। শুধু তাই নয়, এর দাম সাধারণ মানুষের নাগালের মধ্যেও। মাটির জিনিসের উপর এই রঙিন নকশা আরও বেশি করে আকর্ষণ করছে মানুষকে। গরম যত বাড়বে এর চাহিদা তত বাড়বে বলেও জানালেন এক বিক্রেতা।গরমের দাবদাহে মাটির পাত্রে রাখা জল মেটাত সমস্ত তৃষ্ণা। তবে সময়ের সঙ্গে বদল এসেছে সে ছবিতে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে জল রাখার মাটির পাত্রের আকার, বহরেও বদল এনেছেন মৃৎশিল্পীরা।
এখন একেবারে প্লাস্টিকের বোতলের আদলে তৈরি হচ্ছে মাটির বোতল। তার উপর রঙিন নক্সা আরও নান্দনিক হয়ে উঠেছে মাটির তৈরি জিনিস। ব্যবহার করাও অনেক সহজ,তা পরিবেশবান্ধবও। শুধু তাতে লেগেছে আধুনিক নকশা, কোনওটাতে পটচিত্রও ফুটিয়ে তোলা হচ্ছে। এই গরমে বিপুল চাহিদা এই মাটির বোতল-কলসির। তবে বিক্রেতারা জানাচ্ছেন, বেশি বিক্রি বোতলেরই। এখন একেবারে প্লাস্টিকের বোতলের আদলে তৈরি হচ্ছে মাটির বোতল,ব্যবহার করাও অনেক সহজ। শহর থেকে জেলা দেদার বিকোচ্ছে এই জলের বোতল।
advertisement
advertisement
কোনও কোনও মাটির বোতলের গায়ে রঙের কারুকাজ। একেবারে চিরন্তন বাঙালিয়ানার ছোঁয়া। আর এমনভাবে বানানো হয়েছে, যা ইচ্ছে করলে সহজেই ব্যাগে বা হাতে একটু সর্তকতার সঙ্গে এদিক-ওদিক নিয়ে যাওয়া সম্ভব।এক মৃৎশিল্পীরা কথায়, প্লাস্টিক তো এমনিই শরীরের জন্য ক্ষতিকর। আর মাটির বোতলে জল রাখলে ঠান্ডাও থাকবে অনেকক্ষণ। একটা সময় মা, ঠাকুমা মাটির কলসি, কুজো বা জালায় জল ভরে রাখত। বাড়ির সকলে গোটা গরমকাল সেই জল খেত। তিনি আরও বলেন, বর্তমানে এই মাটির বোতল, কুঁজো বিক্রির চাহিদা আকাশছোঁয়া।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এমনকি স্বল্প পুঁজিতে,স্বনির্ভর হতে এই পেশাকে মানুষ বেছে নিতে পারেন বলেও জানান তিনি।
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 10, 2024 3:30 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: চিরাচরিত মাটির জালায় রঙের প্রলেপ! গরমে রঙিন বোতল ও কুঁজোর চাহিদা বাড়ছে