Civet Rescue: শহর বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে হারিয়ে যাচ্ছে ওরা

Last Updated:

Civet Rescue: একটি ভাড়া বাড়িতে বাসা বেঁধেছিল ভাম। সেই বাড়িটি পরিষ্কার করার সময় বাসাটি ভেঙে যায়। ওই বিল্ডিং সংলগ্ন স্থানেই পাওয়া যায় আহত দুটি ছানা

+
বিপদ

বিপদ বাড়ছে বন্যপ্রাণীদের উদ্বিগ্ন পরিবেশ কর্মীরা

হাওড়া: রাস্তায় আহত এক দুধের শিশু ঘুরে বেড়াচ্ছে, অন্যজন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। কেউ কারোর দিকে ফিরেও তাকাচ্ছে না। পাশ কাটিয়ে চলে যাচ্ছে অনেকেই। এই অমানবিক ঘটনা শিক্ষিত সমাজ তা চাক্ষুস করল সামান্য দূরত্ব বজায় রেখে। তবে এই ঘটনা চোখে পড়তে বুক কেঁপে উঠেছিল এক পথচলতি মানুষের। তবে ততক্ষনে পেরিয়ে গেছে বেশ কিছুটা সময়।
ঈশ্বর পেতে জীব সেবাই যে শ্রেষ্ঠ, তা হয়ত কম-বেশি সকলের জানা। কিন্তু কজন মানুষ আর সে কথা মানেন। উন্নত এই সমাজ দিন দিন হিংসা স্বার্থপরতায় যেন ঢেকে গিয়েছে। তা আবারও প্রমাণ করে দিল গঙ্গাধরপুর গ্রামের ঘটনা।
advertisement
advertisement
গঙ্গাধরপুর গ্রামের লাইব্রেরি বাসস্টপ সংলগ্ন একটি ভাড়া বাড়িতে বাসা বেঁধেছিল ভাম। সেই বাড়িটি পরিষ্কার করার সময় বাসাটি ভেঙে যায়। ওই বিল্ডিং সংলগ্ন স্থানেই পাওয়া যায় আহত দুটি ছানা। ঘটনাটি নজরে আসে পথ চলতি মানস বাঁকের। খবর দেওয়া হয় হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্যদের। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভাম ছানা দুটি উদ্ধার করেন তাঁরা। কিন্তু দুঃখজনক ঘটনা হল, উদ্ধারের কিছুক্ষণের মধ্যেই একটি ভাম ছানা মারা যায়। অন্য ছানাটির একটি পায়ে চোট রয়েছে। আহত প্রাণীটিকে উদ্ধার করে তুলে দেওয়া হয় বন দফতরে হাতে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, আহত ভাম উদ্ধারের পর তার চিকিৎসা চলছে। তুলনামূলকভাবে অবস্থার উন্নতি হয়েছে। সম্পূর্ণ সুস্থ হলে তবেই তাকে পরিবেশে ফিরিয়ে দেওয়া হবে।
advertisement
রাকেশ মাইতি
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Civet Rescue: শহর বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে হারিয়ে যাচ্ছে ওরা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement