Paper Plate Making: এইভাবে স্বনির্ভর হয়ে উঠছেন তৃতীয় লিঙ্গের মানুষরা! জানলে আপনিও চমকে উঠবেন
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Paper Plate Making: একটা সময় থার্মোকলের তৈরি খাবারের থালার বাজারে প্রচুর চাহিদা ছিল। তবে প্রকৃতিবান্ধব না হওয়ার কারণে এই খাবারের প্লেটগুলি বন্ধ করে দেওয়া হয়। বর্তমান সময়ে তাই বাজারে চাহিদা রয়েছে কাগজের তৈরি খাবার প্লেটের
কোচবিহার: জেলায় রয়েছেন বেশ কয়েকজন তৃতীয় লিঙ্গের মানুষ। ইতিমধ্যেই ভোটার তালিকায় তাঁরা তৃতীয় লিঙ্গের ভোটার হিসেবে স্বীকৃতি পেয়েছেন। তবে আর্থিকভাবে স্বনির্ভর হয়ে ওঠার বিষয়টি তাঁদের কাছে বেশ কঠিন। তবে কোচবিহারের ঘুঘুমারি এলাকায় কিছু তৃতীয় লিঙ্গের মানুষ মিলে তৈরি করেছেন কাগজের প্লেট তৈরির কারখানা। আর এই কারখানা তৈরির মাধ্যমেই তাঁরা আর্থিকভাবে স্বনির্ভর হয়ে উঠছেন।
এছাড়াও তাঁদের পাশাপাশি স্বনির্ভর হয়ে উঠছেন এলাকার বহু দুঃস্থ এবং গরিবরা। একটা সময় থার্মোকলের তৈরি খাবারের থালার বাজারে প্রচুর চাহিদা ছিল। তবে প্রকৃতিবান্ধব না হওয়ার কারণে এই খাবারের প্লেটগুলি বন্ধ করে দেওয়া হয়। বর্তমান সময়ে তাই বাজারে চাহিদা রয়েছে কাগজের তৈরি খাবার প্লেটের। যেকোনও অনুষ্ঠান বাড়িতে এই প্লেটগুলি ব্যবহার করা হয়ে থাকে। তাইত সারা বছর এই প্লেটগুলির চাহিদা বাজারে কম হতে দেখা যায় না। তাই এই প্লেট তৈরি করার মাধ্যমে যেকোনও মানুষ খুব সহজেই আর্থিকভাবে স্বনির্ভর হয়ে উঠতে পারবেন স্বল্প সময়ের মধ্যে। তবে এই প্লেট তৈরির কারখানা তৈরি করতে খুব একটা বেশি খরচ হওয়ার সম্ভাবনা থাকে না। অল্প খরচে এই কারখানা তৈরি করা সম্ভব।
advertisement
advertisement
প্লেট তৈরির কারখানার কর্ণধার তথা তৃতীয় লিঙ্গের মানুষ সুমি দাস বলেন, দীর্ঘ সময় ধরে তাঁরা বিভিন্ন রকম আর্থিক কষ্টের সঙ্গে লড়াই চালিয়েছেন। তারপর এই ফ্যাক্টরি তৈরির সিদ্ধান্ত নেন। ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে গোটা বিষয়টি ঘটান। তবে এই কারখানা তৈরির পর ধীরে ধীরে তাঁরা স্বনির্ভর হয়ে উঠেছেন। বর্তমানে শুধু নিজেদের চাহিদা মেটান না, বহু দুঃস্থ মানুষের পাশেও এই আয় নিয়ে দাঁড়ান।
advertisement
সার্থক পণ্ডিত
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 09, 2024 8:06 PM IST