Amarnath Tragedy: অমরনাথ দর্শন হল, কাশ্মীর ঘোরা হল না! কলকাতায় ফিরল কফিনবন্দি বর্ষার দেহ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
গত শুক্রবার অমরনাথ যাত্রার শিবিরে থাকাকালীন মেঘ ভাঙা বৃষ্টিতে ভেসে গিয়েছিলেন ২৫ বছরের বর্ষা৷
#সমীর দাস, কলকাতা: ফেরার কথা ছিল আগামী ১৬ জুলাই৷ কিন্তু অমরনাথ দর্শন হলেও তার অনেক আগেই ফিরতে হল বারুইপুরের চক্রবর্তী পাড়ার বাসিন্দা বর্ষা মুহুরিকে৷ তবে পাড়ায় মিশুকে হিসেবে পরিচিত বর্ষাকে ফিরতে হল কফিনবন্দি হয়ে৷ রবিবার গভীর রাতে কলকাতা বিমানবন্দরে পৌঁছয় বর্ষার দেহ৷
গত শুক্রবার অমরনাথ যাত্রার শিবিরে থাকাকালীন মেঘ ভাঙা বৃষ্টিতে ভেসে গিয়েছিলেন ২৫ বছরের বর্ষা৷ মাকে বাঁচাতে গিয়েই বিপদে পড়েন বর্ষা৷ পরে তাঁর দেহ উদ্ধার হয়৷ ময়নাতদন্তের পর রবিবার রাত দেড়টা নাগাদ কলকাতায় পৌঁছয় বর্ষার দেহ৷ স্থানীয় বিধায়ক বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে সরকারি উদ্যোগে বর্ষার দেহ ফেরানো হয়৷ বর্ষার সঙ্গেই কলকাতায় ফেরেন তাঁর মা নিবেদিতা মুহূরি৷ বিমানবন্দরের বাইরে বেরিয়েই কান্নায় ভেেঙ পড়েন তিনি৷ ভেঙে পড়েন বর্ষার মামাও৷
advertisement
advertisement
বারুইপুর পুরসভার ভাইস চেয়ারম্যান গৌতম দাসের নেতৃত্বে পুরসভার চার পুরপিতা বিমানবন্দরে উপস্থিত থেকে সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখেন। বিমানবন্দর থেকে বারুইপুরের বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় বর্ষার নিথর দেহ।
অমরনাথ দর্শনের পর কাশ্মীর ঘুরে আগামী ১৬ জুলাই কলকাতায় ফেরার কথা ছিল বর্ষাদের৷ বারুইপুরের চক্রবর্তী পাড়া থেকে অমরনাথ দর্শনে গিয়েছিলেন সাত জন৷ গত ৮ জুলাই অমরনাথ দর্শনও হয় বর্ষার৷ কিন্তু তার পরেই বিপর্যয়ের মুখে পড়েন তিনি৷ পড়াশোনায় মেধাবী, মিশুকে স্বভাবের বর্ষা আর নেই, তা যেন এখনও বিশ্বাসই হচ্ছে না প্রতিবেশীদের৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 11, 2022 8:22 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Amarnath Tragedy: অমরনাথ দর্শন হল, কাশ্মীর ঘোরা হল না! কলকাতায় ফিরল কফিনবন্দি বর্ষার দেহ