Dana News: ঘূর্ণিঝড় দানার আতঙ্কে বাতিল একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন! তালিকায় আসানসোলও
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
Dana News: বাতিল করা হয়েছে একাধিক ট্রেন।
আসানসোল, পশ্চিম বর্ধমান : ঘূর্ণিঝড় দানার আতঙ্ক রীতিমতো ঘিরে ধরেছে বাংলাকে। বিশেষ করে উপকূলবর্তী এলাকার মানুষজন তটস্থ। ঘূর্ণিঝড় দানা কোথায় আছড়ে পড়বে, কতটা তাণ্ডবলীলা চালাবে, এই সমস্ত ভেবেই অস্থির হচ্ছেন মানুষজন। তার মধ্যেই প্রশাসনের তরফ থেকে সব রকমের প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে। সাধারণ মানুষজনও ঘূর্ণিঝড় থেকে রক্ষা পাওয়ার জন্য সবরকম ব্যবস্থা নিচ্ছেন। অন্যদিকে এর মধ্যেই বাতিল করা হয়েছে একাধিক ট্রেন।
প্রসঙ্গত, ঘূর্ণিঝড় দানার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। মূলত ইস্ট কোস্ট রেলওয়ে একাধিক ট্রেন বাতিল করেছে। যেগুলি ট্রেনগুলি যাত্রাপথে পূর্ব রেলের সঙ্গে সংযুক্ত। ফলে ইতিমধ্যেই পূর্ব রেল জানিয়ে দিয়েছে কি কি ট্রেন বাতিল থাকছে। বাতিলের তালিকায় রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন। ২৩, ২৪ এবং ২৫ অক্টোবর এই তিন দিন ধরে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। ট্রেন বাতিলের তালিকায় রয়েছে আসানসোল স্টেশনের নামও।
advertisement
advertisement
কোন কোন ট্রেন বাতিল থাকছে?
১) 12552 কামাখ্যা – SMVB বেঙ্গালুরু এক্সপ্রেস ( 23.10.2024)
২) 22644 পাটনা – এর্নাকুলাম এক্সপ্রেস (24.10.2024 তারিখে যাত্রা শুরু)
৩) 18419 পুরী – জয়নগর এক্সপ্রেস (24.10.2024 তারিখে যাত্রা শুরু)
advertisement
৪) 03230 পাটনা – পুরী এক্সপ্রেস স্পেশাল (24.10.2024 তারিখে যাত্রা শুরু)
৫) 13418 মালদা টাউন – দীঘা এক্সপ্রেস (24.10.2024 তারিখে যাত্রা শুরু)
৬) 13417 দীঘা – মালদা টাউন এক্সপ্রেস (24.10.2024 তারিখে যাত্রা শুরু)
৭) 22330 আসানসোল – হলদিয়া এক্সপ্রেস (24.10.2024 এবং 25.10.2024 তারিখে যাত্রা শুরু)
৮) 22329 হলদিয়া – আসানসোল এক্সপ্রেস (24.10.2024 এবং 25.10.2024 তারিখে যাত্রা শুরু)
advertisement
৯)03229 পুরী – পাটনা এক্সপ্রেস স্পেশাল (25.10.2024 তারিখে যাত্রা শুরু)
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, মূলত ঘূর্ণিঝড় দানার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সমস্ত ট্রেনগুলি বাতিল করা হয়েছে। ইস্ট কোস্ট রেলওয়ে তরফে যে সমস্ত ট্রেনগুলি বাতিল করা হয়েছে তার মধ্যে এই ট্রেনগুলি পূর্ব রেলের সঙ্গেও সংযুক্ত। পূর্ব রেল সেই তালিকা প্রকাশ করেছে। পরিস্থিতি অনুযায়ী যদি আরও কোনও ট্রেন বাতিল করা হয়, তা পূর্ব রেলের তরফ থেকে যাত্রীদের জন্য জানিয়ে দেওয়া হবে।
advertisement
নয়ন ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 23, 2024 4:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dana News: ঘূর্ণিঝড় দানার আতঙ্কে বাতিল একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন! তালিকায় আসানসোলও
