Cyclone Sitrang: সমুদ্রে সিত্রাং ফুঁসছে, দিঘার সৈকতে পুলিশি তৎপরতা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ইতিমধ্যে মাঝ সমুদ্রে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের ট্রলারগুলিকে শনিবার রাতের মধ্যেই তীরে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
#দিঘা: সিত্রাং সতর্কতায় দীঘার সৈকতে আজ অর্থাৎ শনিবার পুলিশের মাইকিং চলছে। আবহাওয়া দফতরের আগাম সতর্ক বার্তা জানিয়ে পুলিশের তরফে দিঘায় এই মাইকিং চলছে।
আজ দুর্যোগ নেই। তাই আজকে পর্যটকদের সমুদ্র স্নানের ওপর নিষেধাজ্ঞা নেই। কিন্তু আগামীকাল অর্থাৎ রবিবার থেকে সমুদ্রে নামা স্নানের ওপর নজরদারি জারি করা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
advertisement
advertisement
দুর্যোগের কথা মাথায় রেখে ঝুঁকি এড়াতে সতর্ক পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। আগাম সতর্ক বার্তা দেওয়ার পাশাপাশি সবরকম প্রস্তুতিও নেওয়া শুরু করেছে তারা।
ইতিমধ্যে মাঝ সমুদ্রে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের ট্রলারগুলিকে শনিবার রাতের মধ্যেই তীরে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

advertisement
আরও পড়ুন - Cyclone Sitrang Alert: কবে, কখন, কোথায় সাইক্লোন সিত্রাং, রইল ঘূর্ণিঝড়ের পুরো গতির আপডেট
পাশাপাশি সি বিচ গুলিতে সমুদ্র স্নানের ক্ষেত্রেও নজরদারি চালানোর প্রস্তুতি নিয়েছে প্রশাসন। জেলার সমুদ্র সৈকত গুলিতে লাগাতার মাইকিংও চলবে বলে জেলা ও মহকুমা প্রশাসন তরফে জানানো হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 22, 2022 4:15 PM IST