Cyclone Dana: জমি ভরে রয়েছে ফসলে, তার মধ্যে সাগরে ধেয়ে আসছে সাইক্লোন, মাথায় হাত চাষিদের
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
Cyclone Dana: ঘূর্ণিঝড় দানার আতঙ্ক! আগে থেকেই ফসল ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা
হুগলি: দানা ঘূর্নিঝড়ের প্রভাবে দূর্যোগ হবে হুগলিতেও। ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড়ের জেরে জেলায় ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দফতর কৃষকদের জন্য একটি নির্দেশিকা জারি করেছে।সেখানে বলা হয়েছে ধানের ৮০ শতাংশ দানা পেকে গেলে ফসল দ্রুত কেটে নিতে। কাটা ধান জমিতে ফেলে না রেখে দ্রুত খামারে তুলে নেওয়ার জন্যও অনুরোধ করা হয়েছে কৃষকদের।
পেঁপে, কলা, বিভিন্ন সবজি, পানের বোরজ এবং ডাল শস্যের জমিগুলিতে নিকাশি ব্যবস্থা ঠিক করার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়ার উন্নতি-না হওয়া পর্যন্ত কোনও রাসায়নিক বা কীটনাশক প্রয়োগ করতেও নিষেধ করা হয়েছে।
advertisement
advertisement
হুগলি জেলার কৃষি দফতর থেকে মাইক প্রচার করে গ্রামে গ্রামে কৃষকদের উদ্দেশ্যে এই প্রচার করা হচ্ছে এবং লিফলেট বিলি করা হচ্ছে। খারিফ মরসুমে এক লক্ষ সাতাশি হাজার হেক্টর জমিতে ধান চাষ হয়েছে হুগলি জেলায়।অনেক জমির ধানে পাক ধরলেও এখনো ধান কেটে গোলায় তোলার মত সময় হয়নি বহু জমির ধান। তাই চিন্তায় কৃষক।কাঁচা সবজিতেও ক্ষতির আশঙ্কা থাকে ঝড়ে।
advertisement
অন্যদিকে গঙ্গা তীরবর্তী বাসিন্দাদের ঝড়ের আগে অন্যত্র সরে যাওয়ার জন্য মাইক নিয়ে প্রচার করে পুলিশ ও পুরসভা। বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাত বলেন,গঙ্গার পারে যারা দূর্বল বাড়িতে বসবাস করেন তাদের অন্যত্র সরে যেতে বলা হচ্ছে।আমরা তিনটে স্কুল ঠিক করে রেখেছি সেখানে বাসিন্দাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে। বাসিন্দাদের সেই কথাই বলে সচেতন করা হচ্ছে। বাসিন্দারাও জানান,তারা সতর্ক আছেন। ঝড় বৃষ্টি শুরু হওয়ার আগেই নিরাপদ আশ্রয়ে সরে যাবেন তারা।
advertisement
Rahee Halder
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 23, 2024 2:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cyclone Dana: জমি ভরে রয়েছে ফসলে, তার মধ্যে সাগরে ধেয়ে আসছে সাইক্লোন, মাথায় হাত চাষিদের









