Cyclone Dana: দানার মোকাবিলায় আগাম প্রস্তুতি দমকল সহ বিপর্যয় মোকাবিলা বাহিনীর

Last Updated:

Cyclone Dana: দানার মোকাবিলায় আগাম প্রস্তুতি দমকল সহ বিপর্যয় মোকাবিলা বাহিনীর, কী হবে!

+
ঝড়

ঝড় মোকাবিলায় প্রস্তুতি

উত্তর ২৪ পরগনা: গতি বাড়িয়ে রাজ্যের দিকে ধেয়ে আসা ঝড়ের মোকাবিলায় এবার পরিস্থিতি সামাল দিতে অনেকটা আগেভাগে বৈঠকে সারল দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতর। এদিন সন্ধ্যে থেকেই ঝড়ের গতিপথে থাকা কলকাতা সহ জেলাগুলিতে ৮৫ টি কন্ট্রোল রুম খোলা হবে বলেই জানালেন দমকল মন্ত্রী সুজিত বসু।
এরই পাশাপাশি অতীতে আমফান, আয়লা সহ বিভিন্ন সময়ে ঝড়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, ওই ৮৫টি কন্ট্রোলরুমেই রাখা থাকবে অত্যাধুনিক সরঞ্জাম সহ অগ্নি নির্বাপন ও গাছ কাটার যন্ত্রসহ বিশেষ জল নিষ্কাশন পাম্পও। যাতে কোনরকম বিপর্যয়ের সৃষ্টি হলে দ্রুত ঝাঁপিয়ে পড়ে কাজ করতে পারেন কর্মীরা। অগ্নিকাণ্ডই হোক বা ঝড়ে গাছ ভেঙে পড়া, হোডিং ভেঙে পড়া সহ কোথাও মানুষজন আটকে পড়লে দ্রুত যাতে উদ্ধার করা সম্ভব হয় তার জন্যই প্রস্তুত রাখা হবে দফতরের সকল কর্মীকে বলেও জানান দমকল মন্ত্রী।
advertisement
advertisement
অতীতের ঝড়ের সময় যেভাবে তিনি নজরদারি চালিয়েছেন, সেভাবে এবারও সজাগ থাকবেন বলে জানান। তার সঙ্গেও দমকল বিভাগের একটি বিশেষ টিম রাখা থাকবে। যা প্রয়োজন অনুযায়ী পাঠানো হবে ঘটনাস্থলে। যে সমস্ত জেলাগুলিতে ঝড়ের প্রকোপ বেশি থাকবে, সেই সমস্ত জেলাগুলিতে দমকল কর্মীদের বিশেষ দলকে তৈরি থাকারও নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
মন্ত্রী সুজিত বসু ছাড়াও, কন্ট্রোলের দায়িত্বে থাকবেন ডিজি সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা। জানা যায়, দক্ষিণ কলকাতা থাকবে ১১ টি দল, উত্তর কলকাতায় থাকবে ৮টি দল, দক্ষিণ ২৪ পরগনায় রাখা হবে ১২ টি টিম, উত্তর ২৪ পরগনায় ২২ টি দল, হাওড়ায় ৬টি, হুগলিতে ১৩টি, পশ্চিম মেদিনীপুরে ৪টি ও পূর্ব মেদিনীপুরে ৫ টি দল তৈরি থাকবে ঝড়ের মোকাবিলায় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। বিধাননগরে দফতর থেকে ডানা ঝড়ের মোকাবিলায় প্রাথমিক প্রস্তুতি সেরে নিয়েছে রাজ্যের দমকল সহ বিপর্যয় মোকাবিলা বাহিনী। এখন দেখার দানার ঝাপট কতটা ক্ষয়ক্ষতি সৃষ্টি করে বঙ্গে।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cyclone Dana: দানার মোকাবিলায় আগাম প্রস্তুতি দমকল সহ বিপর্যয় মোকাবিলা বাহিনীর
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement