Crime News: ডিভিসির সেচ ক্যানেলের ধারে পড়ে আছে যুবকের দেহ! শরীর জুড়ে আঘাত, গলগল করে রক্ত... ঘনাচ্ছে রহস্য
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Crime News: বাড়ি থেকে দূরে ডিভিসির সেচ ক্যানেলের ধার থেকে যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বর্ধমান থানার তেজগঞ্জ দাসপাড়ায়। সেচ ক্যানালের ধারে দেহটি পরে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।
Saradindu/Sandip, Burdwan: বাড়ি থেকে দূরে ডিভিসির সেচ ক্যানেলের ধার থেকে যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বর্ধমান থানার তেজগঞ্জ দাসপাড়ায়। সেচ ক্যানালের ধারে দেহটি পরে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।
আরও পড়ুনঃ বাতের ব্যাথার খেল খেতম, কোলেস্টেরলকে বলুন বাই-বাই! ৭দিন খান কাঁচা হলুদের সঙ্গে এক চামচ এই জিনিস!
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজে পাঠায়। মৃতের নাম সৌমেন দাস(৩২)। শরীরে আঘাতের চিহ্ন আছে এবং রক্তও ঝরেছে বলে দাবি মৃতের ভাইয়ের। কীভাবে মৃত্যু? খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
advertisement
বুধবার, জলঙ্গী নদী থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে চাপড়ার বড় আন্দুলিয়ায়। মৃত যুবকের নাম বিক্রম সেখ(২৮)। বাড়ি বড় আন্দুলিয়া স্কুল পাড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবক মাদকাসক্ত ছিল। গতকাল রাত থেকেই নিখোঁজ ছিল তিনি।
Location :
Kolkata,West Bengal
First Published :
June 26, 2025 11:21 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: ডিভিসির সেচ ক্যানেলের ধারে পড়ে আছে যুবকের দেহ! শরীর জুড়ে আঘাত, গলগল করে রক্ত... ঘনাচ্ছে রহস্য