Crime News: টিফিন কিনতে বেরিয়েছিল নবম শ্রেণির ছাত্র, ঘরে ফিরল না... হলটা কী? শহরে হুলুস্থুল

Last Updated:

Crime News: শেখ সামির ১৩ বছর বয়স সপ্তম শ্রেণির ছাত্র। বাড়ি রাজারহাট থানা এলাকার রাইগাছি মুন্সি পাড়ার বেলতলায়। গত ১৮ তারিখ সকাল ন'টায় টিফিন আনতে যাওয়ার নাম করে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় সে। তারপর পরিবারের লোকেরা রাজারহাট থানায় নিখোঁজ ডায়েরি করে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
রাজারহাটঃ শেখ সামির ১৩ বছর বয়স সপ্তম শ্রেণির ছাত্র। বাড়ি রাজারহাট থানা এলাকার রাইগাছি মুন্সি পাড়ার বেলতলায়। গত ১৮ তারিখ সকাল ন’টায় টিফিন আনতে যাওয়ার নাম করে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় সে। তারপর পরিবারের লোকেরা রাজারহাট থানায় নিখোঁজ ডায়েরি করে। পরিবারের লোকেদের অভিযোগ শেখ সামিরকে খুঁজতে পুলিশ যথাযথ উদ্যোগ নিচ্ছে না। তারপর, বুধবার রাতে স্থানীয় বাসিন্দারা এলাকার এক যুবককে তাজউদ্দীনকে মারধর করে৷ তাজউদ্দীনের সঙ্গে নাম জড়ায় তাঁর ভায়রাভাই এস কে সিকেন্দারের। এদের দুজনকেই উদ্ধার করেছে রাজরহাট থানার পুলিশ৷
আরও পড়ুনঃ রোজ সকালে এক চুমুক! কম্পিউটারের মতো কাজ করবে মাথা, শরীরের সব ক্লান্তি চুটকিতে উধাও
পরিবারের অভিযোগ তাজউদ্দীন এই কাজ করেছে। ১৮ তারিখ ১০০০ টাকা ধার চাইতে এসেছিলেন তাজউদ্দীন। সামিরের মা তাঁকে সেই টাকা দেননি। তারপরেই তাজউদ্দীনের সঙ্গে শেখ সামির টিফিন কিনতে বেরিয়ে যায়৷ সেখান থেকেই আর বাড়ি ফেরেনি শেখ সামির। পরিবারের সন্দেহ যে টাকা ধার না দেওয়ায় তাজউদ্দীন এই কাজ করেছে।
advertisement
advertisement
রাইগাছি ঘটনায় চোর সন্দেহে দুইজনকে ডিটেন্ট করেছে পুলিশ। এলাকার মানুষের অভিযোগ এরা দুজনেই অপহরণের সঙ্গে যুক্ত৷ একজনের নাম তাজউদ্দীন পেশায় রাজমিস্ত্রী, অন্যজন এস কে সিকেন্দার পেশায় ডেলিভারি বয়। সিকেন্দার তাজউদ্দিনের ভায়রাভাই। তাজউদ্দীনকে চোর সন্দেহে মারধর করে এলাকার মানুষ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: টিফিন কিনতে বেরিয়েছিল নবম শ্রেণির ছাত্র, ঘরে ফিরল না... হলটা কী? শহরে হুলুস্থুল
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement