CPIM Leader Death: সিপিআইএমের প্রবীন নেতা নেপালদেব ভট্টাচার্য প্রয়াত, শুধু নিরলস পার্টি কর্মীই ছিলেন না, তাঁর নির্দেশনায় অভিনয় করেছেন মিঠুন
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
CPIM Leader Death: প্রয়াত সিনেমার পরিচালক তথা জেলার সিপিএম নেতা নেপালদেব ভট্টাচার্য
উত্তর ২৪ পরগনা: প্রয়াত হলেন মিঠুন চক্রবর্তী অভিনীত চাকা সিনেমার পরিচালক তথা প্রবীণ সিপিএম নেতা নেপালদেব ভট্টাচার্য। মঙ্গলবার দিন কলকাতায় বাইপাসের ধারের একটি হাসপাতালে প্রয়াত হন৷ গত কয়েক দিন ধরে ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন প্রবীণ এই বাম নেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
ছাত্র জীবন থেকেই বামপন্থী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন নেপালদেব। বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদকও ছিলেন উত্তর ২৪ পরগনার এই নেতা। ১৯৮১-৮৮ সাল পর্যন্ত রাজ্যসভার সাংসদও ছিলেন নেপালদেব। পরবর্তী সময়ে ১৯৯৭ সালে দলবিরোধী কাজের অভিযোগে নেপালদেবকে সংগঠন থেকে বহিষ্কার করেছিল সিপিএম। তবে আদ্যপান্ত বামমনস্ক নেপালদেব অন্য কোনও দলে যাননি। ২০০৩ সালে ফের তাঁকে সদস্যপদ দেয় সিপিএম। পরবর্তী সময়ে দলের রাজ্য কমিটির সদস্যও হয়েছিলেন তিনি।
advertisement
advertisement
রাজনীতির পাশাপাশি চলচ্চিত্র জগতেও আনাগোনা ছিল তাঁর। যে সময়ে সিপিএম থেকে বহিষ্কৃত ছিলেন নেপালদেব, ওই সময়ে একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন তিনি। পরিচালক নেপালদেবের নির্মিত ‘চাকা’ সিনেমায় অভিনয় করেন বিখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী। কমরেড ভট্টাচার্য উত্তর ২৪ পরগণা জেলা সিআইটিইউ-র সভাপতি ছিলেন এবং দীর্ঘদিন শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বামপন্থী রাজনৈতিক মহল।
advertisement
আদি বাসভবন তথা প্রথম রাজনৈতিক কর্মস্থল, ভাটপাড়া শ্মশানেই হবে শেষকৃত্য। তার আগে জেলা পার্টি অফিস সহ বিভিন্ন জায়গায় শেষ শ্রদ্ধা জানানোর জন্য নিয়ে যাওয়া হবে মরদেহ।
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 13, 2025 12:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
CPIM Leader Death: সিপিআইএমের প্রবীন নেতা নেপালদেব ভট্টাচার্য প্রয়াত, শুধু নিরলস পার্টি কর্মীই ছিলেন না, তাঁর নির্দেশনায় অভিনয় করেছেন মিঠুন