IPL 2025 Starting Date: উত্তেজনা প্রশমিত হতেই গুড নিউজ, ফের শুরু হবে আইপিএল, কবে থেকে ম্যাচ, রইল নতুন ক্রীড়াসূচি
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
IPL 2025 Starting Date: আইপিএলের নতুন ক্রীড়াসূচিতে বেশ কিছু বদল, কবে কখন প্লে অফ ও ফাইনাল
আইপিএল ২০২৫ বন্ধ হয়ে যাওয়ার পর ফের তা শুরু হচ্ছে ১৭ মে থেকে। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার কারণে আইপিএল স্থগিত করা হয়েছিল। নতুন ক্রীড়াসূচি অনুসারে ফাইনাল ম্যাচটি ৩ জুন অনুষ্ঠিত হবে। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) আনন্দের সঙ্গে টাটা আইপিএল ২০২৫ পুনরায় শুরু করার ঘোষণা দিচ্ছে।
advertisement
প্রথম ম্যাচই খেলবে কেকেআর৷ প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷ ২৫ মে কলকাতা নাইট রাইডার্স খেলবে এবারের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ৷ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ অজিঙ্ক রাহানের বিরুদ্ধে৷
advertisement
সরকার, নিরাপত্তা সংস্থা এবং সকল গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গে লম্বা আলোচনা ও পরামর্শের পর, বোর্ড মরশুমের বাকি অংশটি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। মোট ১৭টি ম্যাচ ৬টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে, যার শুরু হবে ১৭ মে ২০২৫ শুরু হবে৷ যার ফাইনাল হবে ৩ জুন ২০২৫। সংশোধিত সময়সূচিতে দুটি ডাবল-হেডার অন্তর্ভুক্ত রয়েছে, যা দুটি রবিবার খেলা হবে।
advertisement
প্লে-অফ ম্যাচের সময়সূচি:কোয়ালিফায়ার ১ – ২৯ মেএলিমিনেটর - ৩০ মেকোয়ালিফায়ার ২ – ১ জুনফাইনাল - ৩ জুন
advertisement
১৮ মে আইপিএলে দুটি ম্যাচ প্রথম ম্যাচ সাড়ে তিনটেয় খেলবে রাজস্থান রয়্যালস বনাম পঞ্জাব কিংস৷ এদিনের দ্বিতীয় ম্যাচ দিল্লি ক্যাপিটাল্স বনাম গুজরাত টাইটান্স৷ ১৯ মে লখনউ সুপার জায়ন্টস বনাম সানরাইজার্স হায়দরাবাদ৷ ২০ মে চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস৷ ২১ মে খেলা মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটাল্সের৷
advertisement
২২ মে গুজরাত টাইটান্স বনাম লখনউ সুপার জায়ন্টসের ম্যাচ৷ ২৩ মে আরসিবি বনাম এসআর এইচ৷ ২৪ মে খেলা হবে পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটাল্স , ২৫ মে গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস৷ ২৫ মে এসআরএইচ বনাম কেকেআর৷ ২৬ মে পঞ্জাব কিংস খেলবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে, গ্রুপ পর্বের শেষ খেলা ২৭ মে এলএসজি বনাম আরসিবি৷