IPL 2025 Starting Date: উত্তেজনা প্রশমিত হতেই গুড নিউজ, ফের শুরু হবে আইপিএল, কবে থেকে ম্যাচ, রইল নতুন ক্রীড়াসূচি

Last Updated:
IPL 2025 Starting Date: আইপিএলের নতুন ক্রীড়াসূচিতে বেশ কিছু বদল, কবে কখন প্লে অফ ও ফাইনাল
1/6
আইপিএল ২০২৫ বন্ধ হয়ে যাওয়ার পর ফের তা শুরু হচ্ছে ১৭ মে থেকে। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার কারণে আইপিএল স্থগিত করা হয়েছিল। নতুন ক্রীড়াসূচি অনুসারে ফাইনাল ম্যাচটি ৩ জুন অনুষ্ঠিত হবে। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) আনন্দের সঙ্গে টাটা আইপিএল ২০২৫ পুনরায় শুরু করার ঘোষণা দিচ্ছে।
আইপিএল ২০২৫ বন্ধ হয়ে যাওয়ার পর ফের তা শুরু হচ্ছে ১৭ মে থেকে। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার কারণে আইপিএল স্থগিত করা হয়েছিল। নতুন ক্রীড়াসূচি অনুসারে ফাইনাল ম্যাচটি ৩ জুন অনুষ্ঠিত হবে। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) আনন্দের সঙ্গে টাটা আইপিএল ২০২৫ পুনরায় শুরু করার ঘোষণা দিচ্ছে।
advertisement
2/6
প্রথম ম্যাচই খেলবে কেকেআর৷ প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷ ২৫ মে কলকাতা নাইট রাইডার্স খেলবে এবারের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ৷ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ অজিঙ্ক রাহানের বিরুদ্ধে৷
প্রথম ম্যাচই খেলবে কেকেআর৷ প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷ ২৫ মে কলকাতা নাইট রাইডার্স খেলবে এবারের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ৷ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ অজিঙ্ক রাহানের বিরুদ্ধে৷
advertisement
3/6
সরকার, নিরাপত্তা সংস্থা এবং সকল গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গে লম্বা আলোচনা ও পরামর্শের পর, বোর্ড মরশুমের বাকি অংশটি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। মোট ১৭টি ম্যাচ ৬টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে, যার শুরু হবে ১৭ মে ২০২৫ শুরু হবে৷  যার ফাইনাল হবে ৩ জুন ২০২৫। সংশোধিত সময়সূচিতে দুটি ডাবল-হেডার অন্তর্ভুক্ত রয়েছে, যা দুটি রবিবার খেলা হবে।
সরকার, নিরাপত্তা সংস্থা এবং সকল গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গে লম্বা আলোচনা ও পরামর্শের পর, বোর্ড মরশুমের বাকি অংশটি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। মোট ১৭টি ম্যাচ ৬টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে, যার শুরু হবে ১৭ মে ২০২৫ শুরু হবে৷  যার ফাইনাল হবে ৩ জুন ২০২৫। সংশোধিত সময়সূচিতে দুটি ডাবল-হেডার অন্তর্ভুক্ত রয়েছে, যা দুটি রবিবার খেলা হবে।
advertisement
4/6
প্লে-অফ ম্যাচের সময়সূচি:কোয়ালিফায়ার ১ – ২৯ মে এলিমিনেটর - ৩০ মে কোয়ালিফায়ার ২ – ১ জুন ফাইনাল - ৩ জুন
প্লে-অফ ম্যাচের সময়সূচি:কোয়ালিফায়ার ১ – ২৯ মেএলিমিনেটর - ৩০ মেকোয়ালিফায়ার ২ – ১ জুনফাইনাল - ৩ জুন
advertisement
5/6
১৮ মে আইপিএলে দুটি ম্যাচ প্রথম ম্যাচ সাড়ে তিনটেয়  খেলবে রাজস্থান রয়্যালস বনাম পঞ্জাব কিংস৷ এদিনের দ্বিতীয় ম্যাচ দিল্লি ক্যাপিটাল্স বনাম গুজরাত টাইটান্স৷ ১৯ মে লখনউ সুপার জায়ন্টস বনাম সানরাইজার্স হায়দরাবাদ৷ ২০ মে চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস৷ ২১ মে খেলা মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটাল্সের৷ 
১৮ মে আইপিএলে দুটি ম্যাচ প্রথম ম্যাচ সাড়ে তিনটেয়  খেলবে রাজস্থান রয়্যালস বনাম পঞ্জাব কিংস৷ এদিনের দ্বিতীয় ম্যাচ দিল্লি ক্যাপিটাল্স বনাম গুজরাত টাইটান্স৷ ১৯ মে লখনউ সুপার জায়ন্টস বনাম সানরাইজার্স হায়দরাবাদ৷ ২০ মে চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস৷ ২১ মে খেলা মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটাল্সের৷
advertisement
6/6
২২ মে গুজরাত টাইটান্স বনাম লখনউ সুপার জায়ন্টসের ম্যাচ৷ ২৩ মে আরসিবি বনাম এসআর এইচ৷ ২৪ মে খেলা হবে পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটাল্স , ২৫ মে গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস৷ ২৫ মে এসআরএইচ বনাম কেকেআর৷ ২৬ মে পঞ্জাব কিংস খেলবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে, গ্রুপ পর্বের শেষ খেলা ২৭ মে এলএসজি বনাম আরসিবি৷ 
২২ মে গুজরাত টাইটান্স বনাম লখনউ সুপার জায়ন্টসের ম্যাচ৷ ২৩ মে আরসিবি বনাম এসআর এইচ৷ ২৪ মে খেলা হবে পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটাল্স , ২৫ মে গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস৷ ২৫ মে এসআরএইচ বনাম কেকেআর৷ ২৬ মে পঞ্জাব কিংস খেলবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে, গ্রুপ পর্বের শেষ খেলা ২৭ মে এলএসজি বনাম আরসিবি৷
advertisement
advertisement
advertisement