CPIM: একটানা ৪৬ বছর, তেহট্টে সিপিএমের দুর্গে এবারও দাঁত ফোটাতে পারল না তৃণমূল

Last Updated:

১৯৭৭ সাল থেকে এই সমবায় সমিতির নির্বাচনে টানা জয় পেয়ে আসছে সিপিএম৷

তেহট্টে উড়ল লাল পতাকা।
তেহট্টে উড়ল লাল পতাকা।
সমীর রুদ্র, তেহট্ট: রাজ্যের প্রায় সব পুরসভায় যখন ঘাসফুলের ঝড় উঠেছিল, তখনও লাল পতাকা উড়েছিল নদিয়ার তাহেরপুরে। এবার সেই নদিয়াতেই ফের একবার বামেদের কাছে পর্যুদস্ত হতে হল রাজ্যের শাসক দলকে।
রবিবার নদিয়ার তেহট্টের কৃষি উন্নয়ন সমবায় সমিতির ভোট ছিল। সেই ভোটেই একতরফা ভাবে তৃণমূলকে হারিয়েছে সিপিএম। এই সমবায় সমিতির পরিচালন সমিতির মোট আসন সংখ্যা ৭২৷ মোট ভোটার ১৭৯৯ জন৷ ফল বেরোতে দেখা যায়, ৭২টি আসনের মধ্যে ৬৭টিতেই জয়ী হয়েছেন সিপিএম সমর্থিত প্রার্থীরা৷ মাত্র ৫টি আসনে জয়ী হয়েছে তৃণমূল৷
advertisement
advertisement
বিজেপি ৩৪টি আসনে প্রার্থী দিতে পারলেও তারা খাতা খুলতেই পারেনি৷
১৯৭৭ সাল থেকে এই সমবায় সমিতির নির্বাচনে টানা জয় পেয়ে আসছে সিপিএম৷ পরিবর্তনের পরেও সেই ধারা বদলায়নি৷ এবারের নির্বাচনেও বদলালো না ফল৷ পঞ্চায়েত নির্বাচনের এই সাফল্যে দারুণ উজ্জীবিত এলাকার বাম কর্মী-সমর্থকরা৷ অন্যদিকে সমবায় সমিতির নির্বাচনের ফলাফলকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল৷
advertisement
গত বছরের পুর নির্বাচনেও তাহেরপুর পুরসভায় তৃণমূলকে বড় ব্যবধানেই হারিয়েছিল বামেরা৷ তাহেরপুর পুরসভার ১৩টি ওয়ার্ডের মধ্যে ৮টিতেই জয় পেয়েছিল তারা৷ ৫টি ওয়ার্ডে জয়ী হয় তৃণমূল৷ গোটা রাজ্যের মধ্যে এই একটি পুরসভাই দখল করতে পেরেছিল বামেরা৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
CPIM: একটানা ৪৬ বছর, তেহট্টে সিপিএমের দুর্গে এবারও দাঁত ফোটাতে পারল না তৃণমূল
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement