ঠাকুরবাড়িতে আক্রান্ত নান্টু গোসাইকে দেখতে হাসপাতালে সিপিআইএমের প্রতিনিধিন দল
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Matua Thakurbari: বুধবার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ, মতুয়া সম্প্রদায়ের ভোটকাটা এবং এসআইআর প্রসঙ্গে মন্তব্যের কৈফিয়ৎ চাইতে গেলে মমতা ঠাকুরের অনুগামীদের হাতে আক্রান্ত হন নান্টু গোসাই।
অনিরুদ্ধ কির্তনীয়া,বনগাঁ : বুধবার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ, মতুয়া সম্প্রদায়ের ভোটকাটা এবং এসআইআর প্রসঙ্গে মন্তব্যের কৈফিয়ৎ চাইতে গেলে মমতা ঠাকুরের অনুগামীদের হাতে আক্রান্ত হন নান্টু গোসাই। ঘটনাটি ঘটে শান্তনু ঠাকুরের বাড়ির সামনে। সেখানে নান্টু গোসাই ও তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের মাটিতে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় নান্টু গোসাইকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর বৃহস্পতিবার বনগাঁ মহকুমা হাসপাতালে নান্টু গোসাইয়ের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে আসে সিপিএমের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন দলের প্রাক্তন সাংসদ অলকেশ দাসসহ অন্যান্য নেতারা। তাঁরা হাসপাতালে গিয়ে আহত নান্টু গোসাই ও তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার খোঁজ নেন।
এই প্রসঙ্গে অলকেশ দাস বলেন, মতুয়াদের নাগরিকত্ব নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা চলছে। সিপিএমের অবস্থান স্পষ্ট—রাজনীতি নয়, সকল মতুয়া মানুষকে নাগরিকত্ব দিতে হবে। তিনি আরও বলেন, এই ধরনের হিংসা কোনওভাবেই গ্রহণযোগ্য নয় এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। মতুয়া ঠাকুর বাড়ির অন্দরে এধরনের ঘটনার তীব্র নিন্দা করে সিপিআইএমের প্রতিনিধি দল।
advertisement
advertisement
অন্যদিকে আহ নান্টু গোসাইয়ের স্ত্রী নীলিমা হালদার বলেন, তাঁর স্বামী কেবল বক্তব্যের কারণ জানতে গিয়েছিলেন। কিন্তু যেভাবে আক্রমণ করা হয়েছে, তাতে তাঁর প্রাণও চলে যেতে পারত। তিনি দাবি করেন, সকল মতুয়া মানুষ যেন নিরাপদে ও শান্তিতে বসবাস করতে পারেন এবং সকলের নাগরিকত্বের অধিকার সুনিশ্চিত হোক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 25, 2025 7:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ঠাকুরবাড়িতে আক্রান্ত নান্টু গোসাইকে দেখতে হাসপাতালে সিপিআইএমের প্রতিনিধিন দল










