Arjun Award : তিন বাঙালি কন্যার নাম এবার অর্জুনের জন্য মনোনীত, জাতীয় পুরস্কারের জন্য এবার নেই কোনও ক্রিকেটারের নাম!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Arjun Award : বাংলার তিন মেয়ের নাম মনোনিত হল অর্জুন পুরস্কারের জন্য। এবার জাতীয় পুরস্কার কোনও ক্রিকেটারের হাতে উঠবে না। তিনটি খেলা থেকে তিনজন বাঙালি কন্যার নাম মনোনীত হয়েছে।
কলকাতা : বাংলার তিন মেয়ের নাম মনোনিত হল অর্জুন পুরস্কারের জন্য। এবার জাতীয় পুরস্কার কোনও ক্রিকেটারের হাতে উঠবে না। তিনটি খেলা থেকে তিনজন বাঙালি কন্যার নাম মনোনীত হয়েছে। অন্যদিকে, খেলাধুলার সর্বোচ্চ সম্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছে শুধু হকির হার্দিক সিংহ। ২৭ বছরের এই হকি খেলোয়াড় ভারতীয় দলের মাঝমাঠে অন্যতম ভরসা। তিনি অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারতীয় দলে ও এশিয়া কাপের সোনাজয়ী দলেরও সদস্য ছিলেন তিনি।
বাংলার শুটার মেহুলি ঘোষের নাম অর্জুনের জন্য মনোনীত হয়েছে। দু’বার বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছেন তিনি। বাংলার জিমন্যাস্ট, অলিম্পিয়ান প্রণতি নায়েকের নামও রয়েছে। টেবিল টেনিসে অলিম্পিয়ান সুতীর্থা মুখোপাধ্যায়ে নামও মনোনীত হয়েছে। ওদিকে, পুল্লেলা গোপীচাঁদের মেয়ে গায়ত্রীও স্থান পেয়েছেন। প্রথম ভারতীয় মহিলা হিসেবে দাবা বিশ্বকাপ জয়ী দিব্যা দেশমুখের নামও রয়েছে।
ক্রীড়ামন্ত্রক বছর পাঁচেক আগে আগে যোগাসনকে খেলা হিসেবে স্বীকৃতি দিয়েছে। আর এবারই প্রথম যোগাসনে জাতীয় এবং এশিয়ার চ্যাম্পিয়ন আরতি পালকে অর্জুনের জন্য মনোনীত করা হল। গন নারাং, অপর্ণা পোপাট ও এমএম সোমাইয়াদের নিয়ে তৈরি নির্বাচক কমিটি এদিন মনোনয়ের তালিকা ঘোষণা করেছে।
advertisement
advertisement
আরও পড়ুন- বিশ্বকাপ দলে সুযোগ পেয়েই ২২ গজে তাণ্ডব চালালেন ঈশান কিষাণ! ভেঙে দিলেন বৈভবের রেকর্ড
অর্জুন পুরস্কারের জন্য মনোনীত নাম-
তেজস্বীন শঙ্কর (অ্যাথলেটিক্স), প্রিয়াঙ্কা (অ্যাথলেটিক্স), মহম্মদ আফজাল (অ্যাথলেটিক্স), ত্রিসা জলি (ব্যাডমিন্টন), গায়ত্রী গোপীচাঁদ (ব্যাডমিন্টন), নরেন্দ্র (বক্সিং), বিদিত গুজরাটি (দাবা), দিব্যা দেশমুখ (দাবা), ধনুশ শ্রীকান্ত (প্রতিবন্ধীদের শুটিং), প্রণতি নায়েক (জিমন্যাস্টিক), রাজ কুমার পাল (হকি), লালরেমসিয়ামি (হকি), পুজা (কবাডি), সুরজিৎ (কবাডি), নির্মলা ভাটি (খো খো), রুদ্রাংশ খান্ডেলওয়াল (প্যারা শুটিং), একতা ভয়ান (প্যারা অ্যাথলেটিক্স), পদ্মনাভ সিং (পোলো), অরবিন্দ সিং (রোয়িং), অখিল শিওরান (শুটিং), মেহুলি ঘোষ (শুটিং), সুতীর্থা মুখোপাধ্যায় (টেবিল টেনিস), সোনম মালিক (কুস্তি), আরতি পাল (যোগ ব্যায়াম)।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 25, 2025 2:38 PM IST








