#শোভন দাস, মেদিনীপুর: অর্থ সঙ্কটে ভুগছে বামেরা৷ কয়েক দিন আগেই পশ্চিম েমদিনীপুরের নানুর হত্যাকাণ্ডে অভিযু্ক্ত দুই বাম কর্মী জামিন পাওয়ার পরেও তাঁদের ১৭ দিন জেলে থাকতে হয়েছিল৷ কারণ জামিনের জন্য প্রয়োজনীয় টাকা জোগাড় করতে পারছিলেন না দলের নেতারা৷
এবার সেই মেদিনীপুর শহরেই অর্থাভাবে দলের জেলা পার্টি অফিস ভাড়ায় দিতে বাধ্য হল সিপিআই নেতৃত্ব৷ মেদিনীপুর শহরে সিপিআই-এর জেলা পার্টি অফিসের একতলার একটি অংশ ডাক্তারের চেম্বার করার জন্য ভাড়া দেওয়া হয়েছে৷ আর দোতলার অংশ ভাড়া দেওয়া হয়েছে মহিলা হোস্টেল তৈরির জন্য৷
আরও পড়ুন: 'অনেকটা দেরি করেছে ইডি, নাহলে...' অর্পিতার টাকার পাহাড় নিয়ে বিস্ফোরক দাবি সেলিমের!
১৯৮৫ সালে মেদিনীপুর শহরের রবীন্দ্র নগরে সিপিআই-এর এই জেলা পার্টি অফিস তৈরি হয়৷ বাম আমলে রাজ্য বা জাতীয় স্তরের দলীয় নেতারা এলেও এই অফিসেই বসতেন৷ গোটা জেলা থেকে আসতেন দলীয় নেতা- কর্মীরা৷ সিপিআই-এর পশ্চিম মেদিনীপুরের জেলা সম্পাদক অশোক সেন আর্থিক সঙ্কটের কথা স্বীকার করে নিয়েছেন৷ তাঁর কথায়, 'আমাদের দু'টি জেলা অফিস রয়েছে৷ কিন্তু দু'টি অফিস রক্ষণাবেক্ষণ করা আমাদের পক্ষে মুশকিল৷ তাই বাধ্য হয়েই পার্টি অফিসের কিছুটা অংশ ভাড়ায় দিয়েছি৷ আমাদের পুরনো অফিসটির অবস্থাও ভাল না৷ সেটি সংস্কারের জন্য টাকার সংস্থান করতেও এই অফিসটি ভাড়া দেওয়া হয়েছে৷'
যদিও সিপিআই-এর অফিস ভাড়া দেওয়ার সিদ্ধান্তের পিছনে আর্থিক সঙ্কটের যুক্তি মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব৷ তাদের কটাক্ষ, সিপিআই নেতৃত্বের হাতে অর্থের অভাব নেই৷ কিন্তু দলের কর্মী সংখ্যা তলানিতে এসে ঠেকায় এখন আর বড় পার্টি অফিস কাজে লাগছে না৷ তাই বাধ্য হয়েই অফিস ভাড়া দিতে হচ্ছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CPI, Paschim Medinipore