CPIM on SSC Scam: 'অনেকটা দেরি করেছে ইডি, নাহলে...' অর্পিতার টাকার পাহাড় নিয়ে বিস্ফোরক দাবি সেলিমের!
- Published by:Raima Chakraborty
Last Updated:
যোগ্যতা নির্ধারণের পরীক্ষায় কোনও মানদণ্ড নেই, কটাক্ষ সেলিমের। (CPIM on SSC Scam)
#মুর্শিদাবাদ: বহরমপুর সিপিআইএমের পার্টি অফিসে সাংবাদিক বৈঠকে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতার নিয়ে একের পর এক প্রসঙ্গ টানল সিবিআইএম। তীব্র কটাক্ষ করলেন সিপিআইএমের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, 'অনেক আগেই গ্রেফতার করা উচিত ছিল। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তৃণমূল সরকার দুর্নীতিগ্রস্থ দিয়ে ভরিয়েছে। পাবলিক সার্ভিস কমিশনেও দুর্নীতি হচ্ছে। যোগ্যতা নির্ধারণের পরীক্ষায় কোনও মানদণ্ড নেই।' (CPIM on SSC Scam)
তিনি আরও বলেন, 'ইডিরা অনেকটাই দেরি করেছেন। না হলে আরও টাকা উদ্ধার হত। ব্যাংকক, সিঙ্গাপুর-সহ বিভিন্ন জায়গায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছে। তবে মমতা বন্দ্যোপাদ্যায় কী বলেন এখন সেটাই দেখতে হবে। দিদি এখন চুপ কেন।' মহম্মদ সেলিমের দাবি, 'শুধু পার্থ চট্টোপাধ্যায় বলে নয় শিক্ষক নিয়োগের দুর্নীতিতে জড়িত সবাইকে গ্রেফতার করতে হবে। দুর্নীতিগ্রস্থ মন্ত্রীদের বরখাস্ত করতে হবে। কয়লা পাচার কান্ডে ভাইপো ও ভাইপোর স্ত্রী যুক্ত রয়েছেন। কিন্তু চার্জশিট তাঁদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে।'
advertisement
আরও পড়ুন: জঙ্গল থেকে বেরিয়ে জাতীয় সড়কে বাঘ, রাস্তা পার করাতে উদ্যোগ পুলিশকর্মীর! তুমুল ভাইরাল ভিডিও
সেলিমের কটাক্ষ, 'কিন্তু লন্ডন, সুইজারল্যান্ড, মুম্বই সর্বত্র টাকার হদিশ পাওয়া গিয়েছে। আমরা প্রথম থেকেই বলেছি সিআইডি হোক বা দিল্লি পুলিশ, সিবিআই হোক তাদের একটি পলিটিক্যাল মাস্টার আছে। কোর্ট অনেক সময় ভৎসনা করেছে। যখনই রাজনৈতিক যোগাযোগ থাকে তখন রাজনৈতিক যোগাযোগকে কাজে লাগিয়ে দুর্নীতিগ্রস্থরা গা বাচিয়ে চলে। দিলীপ ঘোষ যখন স্বীকার করেছেন তখন দিলীপ ঘোষকে জবাব দিতে হবে। চিটফান্ডের অনেক তথ্য আমরা জেরক্স করে জমা দিয়েছিলাম। তা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।'
advertisement
advertisement
আরও পড়ুন: ED-র র্যাডারেই ছিল অর্পিতা, আগেও হয়েছে জেরা! এরপরও ঘরে কীভাবে এত টাকা? ভাবাচ্ছে গোয়েন্দাদের
সেলিমের দাবি, 'সারদা কাণ্ডে, রোজভ্যালি কাণ্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায়-সহ আরও অন্যান্যরা জেলে গেলেও পরে যখন জামিন পেলেন তখন সিবিআই বলেছিল আমরা আবেদন করব। কিন্তু বাস্তবে দেখা গেল তারা আর আবেদনে যায়নি। মোদি, অমিত শাহ বা মোহন ভাগবত কোথায় সেটিং হয়েছিল সেটা দেখতে হবে'।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 24, 2022 1:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
CPIM on SSC Scam: 'অনেকটা দেরি করেছে ইডি, নাহলে...' অর্পিতার টাকার পাহাড় নিয়ে বিস্ফোরক দাবি সেলিমের!