Mousuni Island: বদলে যাবে মৌসুনি দ্বীপ! সুবিধা বাড়বে স্থানীয় থেকে পর্যটকদের, পুরো কাহিনী শুনলে খুশিতে লাফাবেন

Last Updated:

Mousuni Island: আগামী কয়েকবছরে আমূল বদলে যাবে মৌসুনি দ্বীপ। আর সেই আশাতেই বুক বাঁধছেন স্থানীয় থেকে পর্যটকরা।

+
মৌসুনি

মৌসুনি দ্বীপ

নামখানা: আগামী কয়েকবছরে আমূল বদলে যাবে মৌসুনি দ্বীপ। আর সেই আশাতেই বুক বাঁধছেন স্থানীয়রা। সম্প্রতি আদালতের এক নির্দেশে আশায় বুক বাঁধছেন সকলে। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী মৌসুনি দ্বীপে স্থায়ী কংক্রিটের নদী বাঁধ তৈরি করতে হবে৷ গড়তে হবে স্বাস্থ্যকেন্দ্র। পাশাপাশি এখানে সেতু নির্মাণের বিষয়টি বিবেচনা করে দেখতে হবে ৷
মৌসুমী দ্বীপের বাসিন্দারা এই পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে দাবি তুলছিলেন কংক্রিটের নদী বাঁধ তৈরি করার জন্য। এই দাবিতে বারবার আন্দোলনেও সামিল হয়েছেন মৌসুনি দ্বীপের মানুষজনেরা। স্থানীয়দের দাবিগুলি সম্বলিত করে ২০২১ সালে একটি জনস্বার্থ মামলা হয়। সম্প্রতি এই মামলায় আদালত নির্দেশ দেয়, মৌসুনি দ্বীপে স্থায়ী কংক্রিটের নদী বাঁধ নির্মাণ করতে হবে।
advertisement
advertisement
এছাড়াও স্থানীয়দের জন্য দক্ষিণ ২৪ পরগনার মৌসুনি দ্বীপে একটি স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি পরিবেশের উপর বিরূপ প্রভাব না পড়লে একটি সেতু নির্মাণের সম্ভাবনা বিবেচনা এবং দ্বীপটি সার্বিক অবকাঠামোর উন্নয়ন ঘটানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
আদালতের এই নির্দেশে খুশি স্থানীয়রা। বর্তমানে মৌসুনি দ্বীপ পর্যটকদের কাছে জনপ্রিয় একটি স্থান। সেই জায়গাটি আমূল বদলে গেলে পর্যটন শিল্পে জোয়ার আসবে বলে মনে করছেন সকলেই।
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mousuni Island: বদলে যাবে মৌসুনি দ্বীপ! সুবিধা বাড়বে স্থানীয় থেকে পর্যটকদের, পুরো কাহিনী শুনলে খুশিতে লাফাবেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement