Country liquor ceased| Bengali News: কালীপুজোর আগে অভিযান আবগারি দফতরের, কয়েকশো লিটার চোলাই মদের সরঞ্জাম বাজেয়াপ্ত

Last Updated:

Country liquor ceased| Bengali News: বাজেয়াপ্ত করা হলো কয়েকশো লিটার চোলাই মদ সহ চোলাই তৈরির সরঞ্জাম।

দীপাবলির আগে চোলাই মদের কারখানায় হানা আবগারি দফতরের।
দীপাবলির আগে চোলাই মদের কারখানায় হানা আবগারি দফতরের।
#পশ্চিম মেদিনীপুর: কালীপুজোর আগে চোলাই ঠেকে অভিযান চালাল আবগারি দফতর। নষ্ট করা হল চোলাই তৈরির কাঁচামাল। বাজেয়াপ্ত করা হলো কয়েকশো লিটার চোলাই মদ সহ চোলাই তৈরির সরঞ্জাম।
পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার দাসপুর থানা এলাকার জ্যোতঘনশ্যাম, সেকেন্ডারি, জয় কৃষ্ণপুর, জগন্নাথপুর সহ বেশ কয়েকটি জায়গায় অভিযান চালালো আবগারি দপ্তর। ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকায় চোলাই মদ বন্ধ করতে এই উদ্যোগ নিয়েছে ঘাটাল মহকুমা প্রশাসক।
পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে মহকুমাশাসক এলাকায় এলাকায় চোলাই ঠেকে অভিযান চালিয়েছেন। ঘাটালের মনসুকা, হরিশপুর,সহ একাধিক জায়গায় কয়েকদিনে অভিযান চালানো হয়েছে। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস এলাকায় এলাকায় মহিলাদের নিয়ে সচেতনতা শিবির করছেন চোলাই কারবার বন্ধ করতে। বৃহস্পতিবার ভোররাতে চোলাই মদ তৈরির থেকে অভিযান চালায় আবগারি দপ্তর।ভেঙে গুঁড়িয়ে দেয়া হয় চোলাই মদ তৈরির কারখানা। নষ্ট করে দেয়া হয় চোরাই তৈরির কাঁচামাল।
advertisement
advertisement
বাজেয়াপ্ত করা হয় চোলাই মদ-সহ মদ তৈরির সরঞ্জাম। জেলা আবগারি দপ্তর ও ঘাটাল আবগারি দপ্তর এর যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়। এলাকায় চোলাই মদ তৈরি বন্ধ করতে এভাবেই এলাকায় এলাকায় অভিযান চালাবে আবগারি দপ্তর বলে আবগারি দপ্তরের দাবি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Country liquor ceased| Bengali News: কালীপুজোর আগে অভিযান আবগারি দফতরের, কয়েকশো লিটার চোলাই মদের সরঞ্জাম বাজেয়াপ্ত
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement