Suri Bank: যাত্রা শুরু স্বাধীনতারও আগে, ৮৮ বছর ধরে নিরলস পরিষেবা দিয়ে কেন্দ্রের কাছে পুরস্কৃত সিউড়ির এই সমবায় ব্যাঙ্ক
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Suri Bank:জাতীয় কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কস ফেডারেশনের পক্ষ থেকে বীরভূম কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ককে সম্মান জানালো হলো । গ
সিউড়ি : অবিভক্ত বাংলার অন্যতম প্রথম ব্যাঙ্ক বীরভূমের সিউড়িতে , তারপর থেকে ৮৮ বছরের অবিরাম পরিষেবা ৷ আর সেই জন্যই জাতীয় কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কস ফেডারেশনের পক্ষ থেকে বীরভূম কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ককে সম্মান জানালো হলো । গত ১৬ জুলাই নয়াদিল্লিতে জাতীয় কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কস ফেডারেশনের একটি জাতীয় স্তরের একটি অনুষ্ঠানে এই ব্যাঙ্ক কর্তৃপক্ষের হাতে বিশেষ পুরস্কার তুলে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।
বিশেষ ফলক দেওয়া হল এই ব্যাঙ্ককে , প্রায় সাড়ে ১০ কোটি টাকার অনাদায়ী ঋণের বোঝা থাকা স্বত্ত্বেও রুগ্ন এই ব্যাঙ্কের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে নতুন এই পালক জ্বলজ্বল করতে শুরু করল ভারতবর্ষের মধ্যে জাতীয় স্তরে৷ এই সম্মান পাওয়ায় খুশি ব্যাঙ্কের কর্মী থেকে শুরু করে আধিকারিকরা, খুশি গ্রাহকরাও। ওই ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, এই ব্যাঙ্ক প্রতিষ্ঠা থেকে এখনও পর্যন্ত অনেক ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে। ১৯৩৪ সালে ৫ নভেম্বর এই ব্যাঙ্কের প্রতিষ্ঠা হয়।
advertisement
রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৩৫ সালের ১ এপ্রিল৷ অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্কের যাত্রা শুরু আগে ব্যাঙ্ক হিসেবে কাজ শুরু করেছিল এই ব্যাঙ্ক, অবিভক্ত বাংলার গ্রাহকদের নিয়ে । সেই সময় ব্যাঙ্কের নাম ছিল কোঅপারেটিভ ল্যান্ড মর্টগেজ ব্যাঙ্ক অর্থাৎ জমিদার অথবা চড়া সুদে ঋণদানকারীদের হাত থেকে সাধারণ মানুষকে ও কৃষককে রক্ষার্থে এই ব্যাঙ্কের স্থাপন হয় । যাতে মানুষ ন্যায্য সুদে ঋণ নিতে পারেন ।
advertisement
advertisement
আরও পড়ুন : ছুটির বিকেলে দিঘার সৈকতে জীবন্ত ডলফিন, পর্যটকদের মধ্যে সেলফি তোলার হিড়িক
এর পর সত্তরের দশকে ওই ব্যাঙ্কের নাম পরিবর্তন হয়ে হয় বীরভূম কো-অপারেটিভ ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাঙ্ক । ১৯৯৪ সালে নাম হয় বীরভূম কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক । ব্যাঙ্কের আধিকারিকদের থেকে জানা গিয়েছে , ওই ব্যাঙ্কে চারটি বিভাগে ঋণ দেওয়া হয়ে থাকে । সেই তালিকায় রয়েছে কৃষি ও কৃষি সংক্রান্ত , ক্ষুদ্র শিল্প , বাড়ির জন্য এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য ঋণ । বর্তমানে ওই ব্যাঙ্কে প্রায় ১০ হাজার গ্রাহক রয়েছেন । ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে , গত ৮৮ বছর ধরে নিরবচ্ছিন্ন পরিষেবা দেওয়া হলেও , বর্তমানে ব্যাঙ্ক লোকসানে চলছে । কারণ ব্যাঙ্কের অনাদায়ী ঋণের পরিমাণ অনেকাংশে বেড়ে গিয়েছে ।
advertisement
আরও পড়ুন : মাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ, গ্রেফতার মেয়ে
তবে কর্মীদের দাবি , ধীরে ধীরে সেই টাকা পুনরুদ্ধার করা হচ্ছে । তবে এর মাঝে এই সম্মান পাওয়ার খবরে খুশি সকলে । বীরভূম কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কের ডিরেক্টর শেখ মোস্তাক হোসেন বলেন, " ৮৮ বছর ধরে আমাদের ব্যাঙ্ক পরিষেবা দিয়ে যাচ্ছে । প্রথমে এই ব্যাঙ্কের নাম কোঅপারেটিভ ল্যান্ড মর্টগেজ ব্যাঙ্ক থাকলেও পরবর্তীতে ১৯৯৪ সালে তার নাম পরিবর্তন হয়ে হয় বীরভূম কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক । তার পরও আমাদের ব্যাঙ্ক গ্রাহকদের পরিষেবা দিয়ে চলেছে । এমনকি মহিলাদের স্বনির্ভর হতেও এই ব্যাঙ্ক অনেক সহায়তা করেছে । ব্যাঙ্কের এই পুরস্কার পাওয়ায় খুশি আমরা সকলেই । "
advertisement
বীরভূম কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কের চেয়ারম্যান শ্যামল কুমার ঘোষ বলেন , " ৮৮ বছর নিরলস পরিষেবা দেওয়ার জন্য যে পুরস্কার আমরা কেন্দ্র থেকে পেয়েছি তাতে অবশ্যই আমরা খুশি । কিন্তু আমাদের ব্যাঙ্কের এই দুরবস্থা দেখে মাননীয়া মুখ্যমন্ত্রী যে প্যাকেজ ঘোষণা করেছেন সেরকম প্যাকেজ যদি কেন্দ্রও ঘোষণা করতো তবে আরও ভাল হতো।’’
advertisement
আরও পড়ুন : স্কুলে সিগারেট খেয়েছিল অষ্টম শ্রেণির ছাত্রী, ছবি ভাইরাল হতেই নিল চরম সিদ্ধান্ত
বীরভূম কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কের সি ই ও নইমুর রহমান বলেন, ‘‘এই পুরস্কারে অবশ্যই খুশি আমরা । তবে এই ব্যাঙ্কের যে ঐতিহ্য তা আগামী ৫ বছরের মধ্যে আমরা ফিরিয়ে নিয়ে আসব।’’ বীরভূম কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কের একজন গ্রাহক প্রভাত গোস্বামী বলেন, ‘‘এই ব্যাঙ্কের অনেক পুরনো গ্রাহক আমি । এখান থেকেই ঋণ নিয়ে আমার চাষের কাজ চলছে । এই ব্যাঙ্ক পুরস্কার পাওয়ায় বেশ ভাল লাগছে।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 25, 2022 9:01 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suri Bank: যাত্রা শুরু স্বাধীনতারও আগে, ৮৮ বছর ধরে নিরলস পরিষেবা দিয়ে কেন্দ্রের কাছে পুরস্কৃত সিউড়ির এই সমবায় ব্যাঙ্ক