Murder Case || মাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ, গ্রেফতার মেয়ে

Last Updated:

Murder Case || অভিযোগ, সম্পত্তির লোভেই বেপরোয়া হয়ে শ্বাসরোধ করে মাকে মেরে ফেলে মেয়ে। গলায় শ্বাসরোধ করার চিহ্নও রয়েছে।

.
.
#কাঁথি: মেয়ের হাতে মা খুন৷ মাকে গলা টিপে শ্বাসরোধ করে খুনের অভিযোগে মেয়েকে গ্রেফতার করল পটাশপুর থানার পুলিশ৷ অভিযুক্তকে রবিবার কাঁথি মহকুমা আদালতে তোলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে৷
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, সম্পত্তির লোভে ছোটো মেয়ে শ্যামলী জানা দীর্ঘদিন ধরেই তার মায়ের ওপর শারিরীক এবং মানসিকভাবে অত্যাচার চালাত৷ পুলিশের কাছে এই অভিযোগ জানিয়েছে মৃতারই বড় মেয়ে৷ মেয়ের অত্যাচারে অনেক সময়ই বাড়ি ছেড়ে মাকে গাছের তলায়  দিন কাটাতে হত বলে প্রতিবেশীরা অভিযোগ করেছেন। অভিযোগ, মায়ের সব সম্পত্তি তাঁর নামে লিখে দেওয়া এবং টাকা পয়সা হাতানোর জন্য অভিযুক্ত মেয়ে তাঁর মাকে সব সময়েই শাসানি দিত। অবস্থা এমনই হয় যে মেয়ের ভয়ে বাড়ি ছাড়া হয়েও দিন কাটাতে বাধ্য হন মা।
advertisement
advertisement
অভিযোগ, সম্পত্তির লোভেই বেপরোয়া হয়ে শ্বাসরোধ করে মাকে মেরে ফেলে মেয়ে। গলায় শ্বাসরোধ করার চিহ্নও রয়েছে। পুলিশ জানিয়েছে, ছোট মেয়ে শ্যামলী জানাকে নিয়েই রাধারানিদেবী থাকতেন। বড় মেয়ে কাকলির বিয়েবাহিত। মৃতের একজন ছেলেও ছিল। কিছুদিন আগেই তাঁর মৃত্যু হয়েছে। বড় মেয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছে, তার মাকে বোনই সম্পত্তির লোভে খুন করেছে। পুলিশ অভিযুূক্তকে গ্রেফতার করে আদালতে তুলেছে৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murder Case || মাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ, গ্রেফতার মেয়ে
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement